এই প্রক্রিয়া সম্পন্ন করতে খরচ ধরা হচ্ছে প্রায় ১ লাখ ইউয়ান, যা সারোগেসির তুলনায় সস্তা। বন্ধ্যত্ব বাড়ায় এর প্রতি আগ্রহ বাড়ছে। তবে সমালোচকদের মতে, এতে মাতৃত্বের মানসিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সন্তান জন্ম দেওয়া ব্যবসায়িক পণ্যে পরিণত হতে পারে।
২০২৬ সালেই হয়তো পৃথিবী প্রথমবার এমন এক শিশুকে দেখবে, যার জন্ম কোনও নারীর গর্ভে নয় বরং একটি যন্ত্রে। এটি উন্নতির প্রতীক হবে নাকি ডিস্টোপিয়ান ভবিষ্যতের পূর্বাভাস- তা নির্ভর করবে সমাজের দৃষ্টিভঙ্গির ওপর।
তথ্য সূত্র- ডেইলি গ্যালাক্সি।