সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি : মনের মাঝে একটি সুপ্ত বাসনা গ্রথিত হয়েই ছিল। কিন্তু প্রযুক্তি, সময়, অর্থ, কোন কিছুই এক সুতোয় গাঁথা সম্ভব হচ্ছিলনা। আমাদের চিরায়ত সমাজের একটি ছোট্ট গল্পকে নিয়ে সর্ট ফিল্ম (সল্পদৈর্ঘ চলচিত্র) নির্মানের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের ছাত্রাবস্থায় আমার এই ইচ্ছেটা। সন্তানের প্রতি পিতার ভালবাসা কত গভীর হতে পারে এমনই একটি ব্যতিক্রম ম্যাসেজ আমার এই চলচিত্রের মাধ্যমে দেয়ার চেষ্টা করেছি। প্রায় এক বছর ধরে বিভিন্ন স্পটে হয়েছে স্যুটিং।
সল্প প্রযুক্তি নিয়ে নওগাঁর মতো একটি মফস্বল শহরে চিত্রধারন খুব সহজ ছিলোনা। আমি দেখাতে চেয়েছি মফস্বল শহর থেকেও গল্প নির্ভর পরিচ্ছন্ন চলচিত্র নির্মান করা সম্ভব। এভাবেই তাঁর অভিব্যক্তি তুলে ধরেন ‘ত্রিভুবন’ নামের সল্পদৈর্ঘ চলচিত্রের কাহিনী, চিত্রনাট্যকার ও পরিচালক তাহমিদুর রহমান মনন।ত্রিভুবন চলচিত্রের জন্য নওগাঁসহ কয়েকটি জেলা ও রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় কাহিনীর প্রয়োজনে চিত্রধারণ করা হয়েছে। প্রায় দুই মাস আগে এর নির্মান কাজের সমাপ্তি হলেও কিছু খুটিনাটি কাজের জন্য একটু বেশী সময় লেগেছে বলে জানান পরিচালক মনন।ত্রিভুবন এর শিল্প নির্দেশনায় আছেন বিশিষ্ট নাট্যকার রাজা ফকির। চলচিত্রে মূল ভ’মিকায় আছেন তামিম মাহমুদ সিদ্দিক, অসীম কুমার মহন্ত, লাবিবা আলম রায়তা, মোল্লা ইমতিয়াজ আহমেদ মৃদুল।
এছাড়াও আদিবা মুসাররাত, রবু শেঠ, ময়নুল হক মঙ্গল, রুবেল, রুমানা আখতার ও মারুফ অভিনয় করেছেন। এই চলচ্চিত্রে একটি লোকজ গান ব্যবহার করা হয়েছে‘ কেমনে দিবো পাড়ি, শূণ্য চারিধার’ গানটি গেয়েছেন এনামুল হক মধু।আগামী ২৯ আগষ্ট চলচিত্রটি প্রিমিয়ার শো হতে যাচ্ছে শহরের আয়োজন কমিউনিটি সেন্টারে। ইতোমধ্যে সিনেমা প্রেমীদের মধ্যে আলোচনার কেন্দ্র বিন্দু হয়ে উঠেছে ৫৮ মিনিট ৩৬ সেকেন্টের সল্পদৈর্ঘ চলচিত্র ‘ত্রিভুবন’।