খোরশেদ আলম বাবুল, শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর পৌরসভার আটং এলাকায় সন্ত্রাসী কায়দার জমি দখলের অভিযোগ উঠেছে রুহুল আমিন বেপারী ও তার পরিবারের বিরুদ্ধে। তার চাচাতো ভাই জাহাঙ্গীর বেপারী এমন অভিযোগ করেন। বাঁধা দিতে গিয়ে রিজিয়া বেগম (৭৫) নামে এক নারী আহত হয়েছেন বলেও তিনি জানান। ৯৯৯ নম্বরে কল করে পুলিশের সহায়তা নিয়েছে ভুক্তভোগী পরিবারটি। পুলিশ চলে যাওয়ার পরে পুনরায় দখলদাররা জমি থেকে গাছ কেটে নিয়ে জমিতে ঘর নির্মাণ করেন। এই বিষয়ে পালং থানায় অভিযোগ করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, হাচেন আলী বেপারী ও মকিম বেপারী চাচাতো ভাই। তাদেও ছেলে জাহাঙ্গীর ও রুহুল আমিন। দীর্ঘদিন ধরে রুহুল আমিন জাহাঙ্গীরদের রেকর্ডীয় ও দখলিয় জমির মালিকানা দাবী করে আসছে। এ নিয়ে থানা পুলিশ সহ আদালতে মামলা চলমান রয়েছে। শুক্রবার ১৫ আগস্ট সকালে রুহুল আমিন ৪০-৫০ জন লোকজন নিয়ে নালিশী জমির গাছ কেটে ঘর নির্মাণ শুরু করে। বাঁধা দিতে গিয়ে হাচেন আলী বেপারীর স্ত্রী আহত হয়েছে। ৯৯৯ নম্বরে কল করে পুলিশের সহয়তা নিয়েছে জাহাঙ্গীর ও তার পারিবার। পুলিশ কাজ বন্ধ করে উভয় পক্ষকে জমির কাগজপত্র নিয়ে থানায় যেতে বলেন। পুলিশ চলে যাওয়ার পরে রুহুল পুনরায় তার কার্যক্রম শুরু করে।
এই বিষয়ে জাহাঙ্গীর বেপারী অভিযোগ করে বলেন, তার পৈত্রিক ও রেকর্ডীয় ৯৪ শতাংশ সম্পত্তি। যার ভোগ দখলে রয়েছে জাহাঙ্গীর ও তার পরিবার। তার বাপের চাচাতো ভাইয়ের ছেলে রুহুল আমিন আইনজীবী সহকারী। সে আমাদের সম্পত্তিতে মালিকানা দাবী করে। এই বিষয়ে ল্যান্ড সার্ভে ও চিকন্দী আদালতে মামলা চলমান রয়েছে। সেই মামলা উপেক্ষা করে গোপনে আরেকটা মামলা করে সমন গোপন করে রাখে।
পরে আদালত থেকে একতরফা একটি রায় এনে সন্ত্রাসী কায়দায় জমি থেকে গাছ কাটতে শুরু করে। আমার মা বাঁধা দেওয়ায় তার উপর গাছ ফেলে গুরুতর আহত করে। আমি ৯৯৯ নম্বরে কল করে পুলিশের সহায়তা চাই। পুলিশ এসে তাৎক্ষণিক গাছ কাটা ও ঘর নির্মাণ কাজ বন্ধ করে যায়। পুলিশ যাওয়ার সাথে সাথে রুহুল আমিন পুনরায় গাছা কাটা ও ঘর নির্মাণ কাজ শুরু করে। এই বিষয়ে পালং থানায় অভিযোগ করেছি। মামলার কোন সমাধান না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার জন্য প্রশাসনের কাছে আবেদন করেছি।
রুহুল আমিন জানায়, এইটা আমার পৈত্রিক সম্পত্তি। ভুলবসত তাদের নামে বিআরএস রেকর্ড হয়। দীর্ঘ দিনেও কোন সমাধান না পেয়ে আদালতে মামলা করে সে। তার পক্ষে আদালতের রায় রয়েছে। সেই রায়ের বলে সে নালিশী জমির গাছ কেটেছে। সেই জমিতে সে ঘরও নির্মাণ করবে।
কিউএনবি/আয়শা/১৬ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:২২