ডেস্ক নিউজ : বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তিন দিনের দ্বিপক্ষীয় সফরে আগামী সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়া যাচ্ছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। সফরের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে মঙ্গলবার (১২ আগস্ট), যেখানে দুই দেশের সরকারপ্রধান পর্যায়ে আনুষ্ঠানিক বৈঠক, একাধিক সমঝোতা স্মারক (MoU) ও নোট বিনিময় (Exchange Notes) সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ইউনূস ও প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ব্যক্তিগত সম্পর্ক দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে। বিশেষ করে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশিদের সুযোগ বাড়ানো এবং আসিয়ান জোটে বাংলাদেশের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার প্রচেষ্টায় এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মঙ্গলবার (১২ অগাস্ট) সকালে পুত্রজায়ায় দ্বিপক্ষীয় বৈঠকের পর আনুষ্ঠানিক সই অনুষ্ঠান ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হবে। বিকেলে অধ্যাপক ইউনূস মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন এবং রাতে মন্ত্রী, নাগরিক সমাজ, ব্যবসায়ী ও আমলাদের সঙ্গে নৈশভোজে যোগ দেবেন।
বুধবার (১৩ অগাস্ট ) মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান থেকে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে। এ উপলক্ষে আয়োজিত সমাবর্তনে বক্তৃতা দেবেন তিনি। সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন পররাষ্ট্র, জ্বালানি, প্রবাসী কল্যাণ, জাতীয় নিরাপত্তা ও বিনিয়োগ খাতের শীর্ষ উপদেষ্টারা, যা এই সফরের কূটনৈতিক ও অর্থনৈতিক গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে।
কিউএনবি/আয়শা/১০ আগস্ট ২০২৫/রাত ১১:৩৪