স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ে সফরে ধারাবাহিক পারফম্যান্সে ত্রিদেশীয় সিরিজ জিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। রোববার জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে রিজানের অলরাউন্ড নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৬৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে; প্রোটিয়াদের ২৩৬ রানে অলআউট করে ৩৩ রানের জয় সিরিজ নিশ্চিত করে টাইগার যুবারা। দলের জয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৯৫ রান করার পাশাপাশি বল হাতে ৮.৪ ওভারে ৫ উইকেট শিকার করেন রিজান হোসেন।
জিম্বাবুয়ে সফরে সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১২৮ রানে গুঁড়িয়ে দিয়ে ১২৮ বল হাতে রেখে জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এরপর সিরিজের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ২৭৪ রান করে ৯১ রানে জিতে টাইগার যুবারা। পঞ্চম ম্যাচে ১৭৫ রানে অলআউট হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ।
ষষ্ঠ ম্যাচে জিম্বাবুয়েকে ৮৯ রানে গুঁড়িয়ে দিয়ে ২০৯ বল হাতে রেখে ৯ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ। অষ্টম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৪৭ রানে অলআউট করে ১২৩ বল হাতে রেখে ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ। আজ রোববার ফাইনাল ম্যাচে অবিশ্বাস্য পারফরম্যান্স করেন রিজান হোসেন।
এই তরুণ ব্যাট হাতে করেন ১০ বাউন্ডরিতে দলীয় সর্বোচ্চ ৯৫ রান। আর বল হাতে শিকার করেন সর্বোচ্চ ৫ উইকেট। তার অলরাউন্ড নৈপুণ্যে ২৬৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে দক্ষিণ আফ্রিকাকে ২৩৬ রানে গুঁড়িয়ে দিয়ে ৩৩ রানের জয়ে ত্রিদেশীয় সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।
কিউএনবি/আয়শা/১০ আগস্ট ২০২৫/রাত ১০:৩৮