সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
রোমাঞ্চকর ম্যাচে লিভারপুলকে হারিয়ে কমিউনিটি শিল্ড জিতল ক্রিস্টাল প্যালেস নদী ভাঙ্গনে গৃহহীন মাজেদা বেগমের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী রড বোঝাই ট্রাক লুট, নোয়াখালীতে যুবদল কর্মিসহ গ্রেপ্তার-২ “পার্বত্য চট্টগ্রামে বাজার ফান্ডের ঋণ-বন্দোবস্তিপ্রক্রিয়া চালু না করলে আন্দোলনের হুশিয়ারি” মনিরামপুরে যুবলীগ নেতাসহ তিনজন আটক নওগাঁর পত্নীতলায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত  শার্শার সীমান্তে ভারতীয় ইছামতি নদীর পানিতে শত শত একর জমির ফসল, মাছের ঘের, পুকুর ভেষে ছয়লাব প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক মঙ্গলবার  নোয়াখালীতে ব্যবসায়ীকে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ অতিথি সেবার যে অনন্য ফজিলত

মেসিদের লিগে অভিষেকেই আলো ছড়ালেন সন

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২৩ Time View

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি খেলছেন এই লিগে। সেখানে গেল সপ্তাহে সব আলো কেড়ে নেন দক্ষিণ কোরিয়ার তারকা সন হিউং-মিন। রেকর্ড ট্রান্সফার ফি-তে যোগ দিয়েছেন ক্লাবটির দল লস অ্যাঞ্জেলেস এফসিতে। সেখানে আজ অভিষেক হলো তার, আর এই অভিষেকেই তিনি আলো ছড়িয়েছেন বেশ। লস অ্যাঞ্জেলেস এফসির হয়ে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন তিনি। শিকাগোতে ফায়ারের বিপক্ষে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। তার কল্যাণেই নিশ্চিত হারের মুখ থেকে ফেরে লস অ্যাঞ্জেলেস এফসি।

৭৭তম মিনিটে সন একটি পেনাল্টি আদায় করেন। নতুন সতীর্থ ডেনিস বুয়াঙ্গা ৮১তম মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরান। রেফারি প্রথমে খেলা চালিয়ে যেতে বললেও ভিএআর দেখে পেনাল্টি নিশ্চিত হয়। তবে এমন অভিষেকের পরও মন ভরছে না সনের। তিনি বলেন, ‘এটা পেনাল্টিই ছিল, এতে আমার কোনো সন্দেহ নেই। হ্যাঁ, আমরা ম্যাচ ড্র করেছি, তবে আমার মনে হয় আমরা জিততে পারতাম। তাই কিছুটা হতাশ লাগছে।’

পেনাল্টি আদায়ের পাশাপাশি সন গোলের উদ্দেশে তিনটি শট নেন। তবে ফায়ারের গোলরক্ষক ক্রিস ব্র্যাডি সহজেই সেগুলো রক্ষা করেন। গত বুধবার সন লস অ্যাঞ্জেলেস এফসির সঙ্গে চুক্তি করেন। ধারণা করা হচ্ছে, এটি এমএলএস ইতিহাসের রেকর্ড ২৬ মিলিয়ন ডলারের ট্রান্সফার ফি। এর আগে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যামের হয়ে এক দশক খেলেছেন এবং বিশ্বজুড়ে পরিচিত নাম হয়েছেন। গত শনিবার নিজ দেশে তিনি ঘোষণা দেন যে টটেনহ্যাম ছাড়ছেন। ক্লাবটির হয়ে তিনি ৪৫৪ ম্যাচে ১৭৩ গোল করেছেন, যা ক্লাবটির ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ।

লস অ্যাঞ্জেলেসের ঘরের মাঠে খেলতে অবশ্য আরও কিছু দিন অপেক্ষা করতে হবে সনকে। আগামী ৩১ আগস্ট সান ডিয়েগোর বিপক্ষে ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হবে তার। তার আগেই তার অভিষেক দেখতে দর্শকের ঢল নেমেছিল শিকাগোর সিটগিক স্টেডিয়ামে। গ্যালারিতে ছিল তার জার্সি, দক্ষিণ কোরিয়ার পতাকা আর এমএলএসে তাকে স্বাগত জানানো নানা পোস্টার। ৬১তম মিনিটে ডেভিড মার্টিনেজের বদলে মাঠে নামার সময় দর্শকরা উল্লাসে ফেটে পড়েন। তখন স্কোর ছিল ১-১।

শিকাগোর হয়ে কার্লোস তেরান ১১তম মিনিটে কর্নার থেকে হেডে গোল করেন। ১৯তম মিনিটে কর্নার থেকেই রায়ান হোলিংসহেডের হেডে গোল করে লস অ্যাঞ্জেলেস সমতা ফেরায়। ৭০তম মিনিটে জনাথন বাম্বা গোল করে শিকাগোকে আবার এগিয়ে দেন। শেষমেশ সনের কল্যাণে পাওয়া পেনাল্টিতে ড্র নিয়ে মাঠ ছাড়ে তার দল।

 

 

কিউএনবি/আয়শা/১০ আগস্ট ২০২৫/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit