স্পোর্টস ডেস্ক : শুক্রবার (৯ আগস্ট) স্টামফোর্ড ব্রিজে বেয়ার লেভারকুসেনকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক চেলসি। ব্লুদের হয়ে এস্তেভাও ও জোয়াও পেদ্রো গোল দুটি করেন।
ঘরের মাঠে চেলসির দাপটের সামনে সফরকারী লেভারকুসেন পাত্তাই পায়নি। ৭০ শতাংশ সময় বল ব্লুদের পায়েই ছিল। ২৪টি শট নিয়ে ৯টিই লক্ষ্যে রেখেছে তারা। অন্যদিকে লেভারকুসেন ৪টি শট নিয়ে মাত্র দুটি লক্ষ্যে রাখে।
এটি ছিল প্রাক মৌসুমে চেলসির প্রথম প্রীতি ম্যাচ। ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া চেলসির এবারের প্রাক মৌসুম বেশ সংক্ষিপ্ত হয়ে পড়েছে। আগামী রোববার (১০ আগস্ট) এসি মিলানের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে চেলসির প্রাক মৌসুম প্রস্তুতি।
এরপর আগামী সপ্তাহে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করবে চেলসি।
কিউএনবি/আয়শা/৯ আগস্ট ২০২৫/দুপুর ১:১২