শরীয়তপুর প্রতিনিধি : শ্রীশ্রী শ্যামসুন্দর জিউ মন্দিরে (পালং হরিসভা কেন্দ্রীয় মন্দির) দ্বি-বার্ষিক সাধারণ সভা ৮ আগস্ট শুক্রবার বিকেল ৫টায় মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয়। আমন্ত্রিত অতিথিবৃন্দ, কমিটির উপদেষ্টা মন্ডলি, সদস্যবৃন্দ ও মন্দিরের ভক্তবৃন্দ নির্ধারিত সময়ে সভাস্থলে উপস্থিত হয়। আলোচনার এক পর্যায়ে সভা স্থগিত ষোষণা করেন মন্দির কর্তৃপক্ষ।মন্দির পরিচালনা কমিটির সভাপতি অনিক ঘটক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুশিল চন্দ্র দেবনাথের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার, মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা মুকুল চন্দ্র রায়, অমিত ঘটক চৌধুরী, সত্যজিৎ ঘোষ, গৌর চান বনিক, ভবতোষ দাস ও সমির কিশোর দে।
কারণ হিসেবে জানাগেছে, শুক্রবার মন্দিরের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানসহ এলাকায় একাধিক হিন্দু বিয়ে রয়েছে। তাই সকলে দ্বি-বার্ষিক সাধারণ সভায় উপস্থিত থাকতে পারেনি। অতিথি সহ উাপস্থিতিদের সম্মুখে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন পরবর্তীতে এই সাধারণ সভা অনুষ্ঠিত হবে। বিষয়টি নোটিশের মাধ্যমে সকলকে অবগত করা হবে।তবে সিংগভাগ উপস্থিতির দাবী ছিল সভা স্থগিত না করে সংক্ষিপ্ত আকারে সমাপ্ত করার জন্য।
কিউএনবি/অনিমা/৮ আগস্ট ২০২৫/রাত ৮:১০