বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সারা আলি খানের অভিনয় সফরের সঙ্গে জড়িয়ে রয়েছে উত্তরাখণ্ড। তার সিনেমা জগতে অভিষেক হয় ‘কেদারনাথ’ দিয়ে। আর সেই সিনেমাটি উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয়ের মধ্য দিয়ে নির্মাণ হয়। শুটিং করতে গিয়ে সেই ভয়াবহ দুঃসহ স্মৃতি জড়িয়ে আছে অভিনেত্রীর জীবনে।
বিধ্বস্ত উত্তরাখণ্ড। ১২ হাজার ৬০০ ফুট উঁচুতে হয় মেঘভাঙা বৃষ্টি। তার জেরেই হড়পা বানে ভেসে গেছে উপত্যকা। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে তছনছ হয়ে গেছে উত্তরকাশীর ধরালী গ্রাম ও হর্ষিল উপত্যকা। নিশ্চিহ্ন হয়ে যায় একের পর এক বাড়ি, হোটেলসহ সবকিছু। বিপর্যের হাড়হিম করা বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ভিডিও দেখে ভীতসন্ত্রস্ত সারা আলি খানও। বিধ্বস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন অভিনেত্রী।
উত্তরকাশী জেলার আপদকালীন কেন্দ্র থেকে বিপর্যস্তদের জন্য কিছু ফোন নম্বর প্রকাশ করা হয়েছে। সারা আলি খান নিজের সামাজিক মাধ্যমে সেই নম্বরগুলো শেয়ার করে নিয়েছেন। এখন পর্যন্ত বহু মানুষের প্রাণ গেছে এ বিপর্যয়ে। ১৩০ জনকে উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা দপ্তর। শুধুই হড়পা বান নয়, ওপর থেকে ভেসে আসা কাদার স্রোত, যার ফলে বিপর্যয়ের প্রভাব বেড়ে যায় কয়েকগুণ।
এদিকে এ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাও। তিনি নিজেও পাহাড়ি এলাকায় বড় হয়েছেন। উর্বশী বলেন, হরিদ্বারের মেয়ে আমি। তাই উত্তরাখণ্ডের প্রতিটি শ্বাসে, প্রতিটি মানুষের মধ্যে নিজের আত্মার খোঁজ পাই। উত্তরকাশীতে যা ঘটল, সেটি দেখার পর নিজের অন্তরের বেদনা ভাষায় প্রকাশ করতে পারব না বলে জানান অভিনেত্রী।
কিউএনবি/আয়শা/৮ আগস্ট ২০২৫/দুপুর ২:৪৪