শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাবরকে দলের বাইরে রাখার পক্ষে নন আফ্রিদি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের আল-আরাফাহ ইসলামী ব্যাংকে হামলায় এইচআর হেডসহ আহত ১৫ জিম্বাবুয়েকে অলআউট করে এক সেশনেই নিউজিল্যান্ডের লিড লেট আনসার-ভিডিপি’র বৃক্ষরোপণ অভিযান: পরিবেশের ভারসাম্য রক্ষায় এক সবুজ পদক্ষেপ চুলের যত্নে অ্যালোভেরা ভারতের পর চীনের ওপরও অতিরিক্ত শুল্ক আরোপ করতে চান ট্রাম্প ঢাকায় জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসবে অগ্রণী ব্যাংকের বৃক্ষ রোপণ কর্মসূচি কাপ্তাই হ্রদের পানির চাপ কমাতে সেকেন্ডে ছাড়া হচ্ছে ৬৮ হাজার কিউসেক পানি মনিরামপুরে বিএনপি নেতার ভাইকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ-লাওস সমঝোতা স্মারক সই

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৬ Time View

ডেস্ক নিউজ : দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে ভিয়েতনামে বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ ও লাওস ফরেন অফিস কনসালটেশনস (এফওসি) বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। 

বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. লুৎফর রহমান। অপরদিকে, লাওস সরকারের পক্ষে স্বাক্ষর করেন ভিয়েতনামে লাওসের রাষ্ট্রদূত খামফাও এনথাভান। 

বুধবার ঢাকায় এক সরকারি তথ্য বিবরণীতে একথা জানানো হয়।

সমঝোতা স্মারকটিকে একটি কূটনৈতিক মাইলফলক হিসেবে আখ্যায়িত করে রাষ্ট্রদূত লুৎফর রহমান বলেন, এ চুক্তি দুই দেশের মধ্যে নিয়মিত কূটনৈতিক সভা ও আলোচনার পথকে সুগম করবে। চুক্তিটি বাংলাদেশ ও লাওসের মধ্যে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও বিনিয়োগসহ সব ধরনের সহযোগিতামূলক সম্পর্ক গভীর করতে সহায়ক ভূমিকা পালন করবে। সর্বোপরি, এটি দুই দেশের মধ্যে একটি টেকসই দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল ডায়লগ পার্টনার হতে চাওয়ার অভিপ্রায় পুনর্ব্যক্ত করে রাষ্ট্রদূত রহমান বলেন, এ সমঝোতা স্মারকটি শুধু দ্বিপাক্ষিক বন্ধনকে জোরদারই করবে না, আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামেও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পরস্পরকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করবে।

বাংলাদেশকে লাওসের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে, সে দেশের রাষ্ট্রদূত খামফাও এনথাভান এই ঐতিহাসিক চুক্তি সফলভাবে স্বাক্ষরে বাংলাদেশ দূতাবাসের সক্রিয় প্রচেষ্টার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরে রাষ্ট্রদূত এনথাভান বলেন, আজকের এ সমঝোতা স্মারকের মাধ্যমে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠানের একটি স্থায়ী ফোরাম প্রতিষ্ঠিত হলো-যা রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিষয়সহ নানা ক্ষেত্রে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো সুদৃঢ় করবে বলে আশা করা যায়।

বাংলাদেশ ও লাওস ১৯৮৮ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এ সমঝোতা স্মারকটি দুই দেশের গঠনমূলক কূটনৈতিক সভা ও সংলাপ সংক্রান্ত প্রথম চুক্তি। 

বর্তমানে ভিয়েতনামে অবস্থিত বাংলাদেশ দূতাবাস লাওসের দায়িত্বও পালন করছে।

সূত্র : বাসস।

কিউএনবি/অনিমা/০৬ অগাস্ট ২০২৫/বিকাল ৫:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit