ডেস্ক নিউজ : চট্টগ্রামে নানা আয়োজনে আওয়ামী লীগ সরকার পতনের প্রথম বর্ষপূর্তি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা ও সংগঠনের উদ্যোগে শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত, মিছিল, সভা-সমাবেশ ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হয়। এছাড়া চট্টগ্রাম সার্কিট হাউসে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সকালে নগরীর দামপাড়ায় গরীবুল্লাহ শাহ মাজারে শহীদ মোহাম্মদ আলমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং কবর জিয়ারত করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। এরপর একই স্থানে শ্রদ্ধা জানান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দিন ও জেলা প্রশাসক ফরিদা খানম। সেখান থেকে নগরীর বাকলিয়ার রসুলবাগ আবাসিক এলাকায় শহীদ শহীদুল ইসলামের কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক।
এরপর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানানো শেষে শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়। পরে তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সরকারি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, জুলাই আন্দোলনের শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। তাদের আত্মত্যাগের আদর্শই আমাদের পথ দেখাবে গণতন্ত্রের পথে ফিরে যাওয়ার লড়াইয়ে। আমাদের স্বপ্ন একটি দুর্নীতিমুক্ত, মৌলিক অধিকার ও গণতন্ত্রসম্পন্ন বাংলাদেশ গড়া। এটা বাস্তবায়ন করতেই হবে।
এদিকে সরকার পতনের বর্ষপূতি উপলক্ষ্যে নগরীতে ‘জুলাই জাগরণ নবউদ্যমে বিনির্মাণ’ শোভাযাত্রার আয়োজন করে ইসলামী ছাত্রশিবির। নগরীর বহদ্দারহাট এলাকা থেকে সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে এ শোভাযাত্রা ষোলশহর দুই গেইটে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এছাড়া বিকালে নগরীর আন্দরকিল্লা মসজিদ থেকে শোভাযাত্রা বের করে এনসিপি। শোভাযাত্রাটি লালদিঘীর পাড় গিয়ে শেষ হয়েছে।
চট্টগ্রাম সার্কিট হাউসে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সংবর্ধনা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সেখানে ‘জুলাই অনির্বাণ’ ও ‘দ্য আর্ট অব ডেমোক্রেসি’ নামে দুটি চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন, চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রামের রেঞ্জ ডিআইজি আহসান হাবিব পলাশ, জেলা প্রশাসক ফরিদা খানম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু প্রমুখ।
কিউএনবি/আয়শা/৫ আগস্ট ২০২৫/রাত ১০:১৪