স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ঘোষিত এই দলে জায়গা হয়নি ক্যারিবীয় পেসার আলজারি জোসেফের। ইনজুরির কারণে বাদ পড়েছেন তিনি।
এছাড়া চোট কাটিয়ে আফগানিস্তান সিরিজে ফেরা ফাস্ট বোলার শামার জোসেফও আছেন বিশ্বকাপের দলে। পেস বোলিংয়ে আছেন জেসন হোল্ডার, ম্যাথু ফোর্ড ও জেডেন সিলস। স্পিন বিভাগে আকিল ও চেইসের সঙ্গে থাকছেন গুডাকেশ মোটি।
আফগানদের বিপক্ষে ২-১ ব্যবধানে হারা সিরিজের দল থেকে লুইসের সঙ্গে আরও বাদ পড়েছেন আলিক আথানেজ, কেসি কার্টি, জাস্টিন গ্রেভস, আমির জাঙ্গু, খ্যারি পিয়ের, র্যামন সিমন্ডস, শামার স্প্রিঙ্গার।
ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দল
শাই হোপ (অধিনায়ক), শিমরন হেটমায়ার, জনসন চার্লস, ব্র্যান্ডন কিং, রোস্টন চেইস, জেসন হোল্ডার, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, কুয়েন্টিন স্যাম্পসন, আকিল হোসেন, গুডাকেশ মোটি, শামার জোসেফ, জেডেন সিলস ও ম্যাথু ফোর্ড।
কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৬,/রাত ১১:০০