ডেস্ক নিউজ : প্রশ্ন: তিন বা চার রাকাত বিশিষ্ট নামাজে প্রথম বৈঠকে যদি আত্তাহিয়াতুর কিছু অংশ পড়ে যদি আবার আত্তাহিয়াতু পড়ি তাহলে কি সাহু সেজদা আসবে?
আর প্রথম বৈঠকে দুইবার তাশাহুদ পড়ার কারণে পরবর্তী ফরজের জন্য দাঁড়াতে দেরি হয়েছে, এজন্য সেজদায়ে সাহু দিতে হবে। কিন্তু যদি প্রথমবার তাশাহুদের কোনো অংশ ভুল হয় তাহলে তার সংশোধনের নিমিত্তে সেই অংশটুকু পুণরায় পড়া যাবে।
আর মুক্তাদি যদি প্রথম বৈঠকে একাধিকবার তাশাহুদ পড়ে তাহলে তার কারণে নামাজের কোনো ক্ষতি হবে না। কেননা ইমামের দাঁড়ানো আগে যেহেতু মুক্তাদীর পরবর্তী রাকাতে দাঁড়ানোর সুযোগ নেই তাই তিনি ওই সময়ে পুণরায় তাশাহুদও পড়তে পারেন।
পক্ষান্তরে নামাজের শেষ বৈঠকে যদি কেউ একাধিকবার তাশাহুদ পড়ে তাহলে নামাজের কোনো ক্ষতি হবে না। শেষে সেজদা সাহুও দিতে হবে না। ইমাম, মুক্তাদি, মুনফারিদ সকলের জন্য একই বিধান প্রযোজ্য। তবে তাশাহহুদ একবার পড়াই নিয়ম। তাই ইচ্ছাকৃতভাবে এমনটি করবে না।
কিউএনবি/আয়শা/৫ আগস্ট ২০২৫/রাত ১২:১৫