স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপকে সামনে ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে অধিনায়ক হিসেবে রয়েছেন লিটন দাস। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়া নাজমুল হোসেন শান্তকে দলে রাখা হয়েছে। এছাড়া, ফিরেছেন অনেক দিন জাতীয় দলের বাইলে থাকা নুরুল হাসান সোহান ও সৌম্য সরকার।
সোমবার বিসিবির পক্ষ থেকে এই দল ঘোষণা করা হয়।
বাংলাদেশ গ্রুপপর্বের তিনটি ম্যাচই খেলবে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। আগামী ৯ সেপ্টেম্বর পর্দা উঠবে আসন্ন এশিয়া কাপের। ফাইনাল ম্যাচ হবে ২৮ সেপ্টেম্বর।
৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে আসরে অংশ নেবে। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ‘বি’ গ্রুপের ৬টি ম্যাচই হবে আবুধাবিতে।
বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), নাঈম শেখ, পারভেজ ইমন, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, জাকির আলি অনিক, শামীম পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, সাইফুদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল অঙ্কন ও সাইফ হাসান।
কিউএনবি/অনিমা/৪ আগস্ট ২০২৫/রাত ৮:৩৬