স্পোর্টস ডেস্ক : গ্যাস অ্যাটকিনসনের স্টাম্প উড়িয়ে দিয়েই ভারতকে নাটকীয় জয় এনে দিলেন ভারতীয় পেসার। আগের দিন হ্যারি ব্রুকের ক্যাচ হাতে জমিয়েও বাউন্ডারি লাইন অতিক্রম করে ফেলেন সিরাজ। আর তাতেই বিপর্যয় নেমে আসে ভারতীয় শিবিরে। তবে বিপর্যয় সামাল দিয়ে খলনায়ক হতে হতে শেষ পর্যন্ত নায়ক বনে গেলেন সিরাজ।
এ দিন স্কোরবোর্ডে ১০ রান যোগ করতেই স্মিথকে হারায় ইংল্যান্ড। পরের ১০ রান তুলতে আরও দুই উইকেট হারায় তারা। পরে ভাঙা কাঁধ নিয়েই ব্যাট করতে নামেন ক্রিস ওকস। তাকে এক প্রান্তে আগলে একাই রান তোলার চেষ্টা করেন অ্যাটকিনসন। তবে শেষ পর্যন্ত আর লড়াই চালাতে পারলেন না তিনি। জয় থেকে যখন মাত্র ৭ রান দূরে ইংল্যান্ড, তখন সিরাজের বলে বোল্ড হন অ্যাটকিনসন। আর তাতেই ৬ রানের নাটকীয় জয় পায় ভারত।
ইংল্যান্ডের সামনে দাঁড়িয়ে ছিল ১২৩ বছরের পুরোনো রেকর্ড। জিততে হলে বদলাতে হবে সেই ইতিহাস। তবে ইতিহাস গড়ার পথে একাই বাধা হয়ে দাঁড়ান মোহাম্মদ সিরাজ। ওভাল টেস্টের পঞ্চম দিনের শুরুতে একাই গুড়িয়ে দিলেন ইংলিশদের। এ দিন সকালে মাত্র ৯.৩ ওভারেই স্বাগতিকদের ৪ উইকেট তুলে নেয় ভারত। তার মধ্যে সিরাজ একাই নিয়েছেন ৩ উইকেট। সব মিলিয়ে এই ইনিংসে মোট ৫ উইকেট শিকার করেছেন ডানহাতি এই পেসার। আগের ইনিংসেও নিয়েছিলেন ৪ উইকেট।
পঞ্চম দিনের সকালে ব্যাটিংয়ে নামেন জেমি স্মিথ ও ওভারটন। এ দিন ইংলিশ শিবিরে প্রথম আঘাতটা হানেন সিরাজ। স্মিথকে বেশিক্ষণ টিকতে দিলেন না তিনি। সিরাজের আউট সুইংয়ে পরাস্ত হলেন স্মিথ, উইকেটের পেছনে ধ্রুব জুড়েলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ২০ বলে ২ রান করা এই ব্যাটার। মূলত সেখানেই ম্যাচ থেকে ছিটকে যায় ইংল্যান্ড।
কিউএনবি/আয়শা/৪ আগস্ট ২০২৫/বিকাল ৫:২২