নিউজ ডেক্সঃ অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলের উগ্র-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের ‘উসকানিমূলক আচরণের’ তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক।
রোববার বেন গভির আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের পাহারায় ও বসতি স্থাপনকারী ইহুদিদের একটি দলসহ প্রবেশ করেন এবং প্রকাশ্যে ইহুদি প্রার্থনায় অংশ নেন। বিষয়টিকে ‘উস্কানিমূলক ও উত্তেজনাকর’ হিসেবে উল্লেখ করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।
তাদের বিবৃতিতে বলা হয়, এ ধরনের আচরণ শুধু অঞ্চলটিতে উত্তেজনা বাড়ায় না, বরং ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এবং শান্তিপ্রক্রিয়ার পথে বড় বাধা সৃষ্টি করে। তুরস্ক আরও বলেছে, আল-আকসা মসজিদের মর্যাদা ও জেরুজালেমের পবিত্র পরিচয় রক্ষা শুধু আঞ্চলিক বিষয় নয়, এটি মানবতার সম্মিলিত বিবেকেরও দায়িত্ব।
উল্লেখ্য, মুসলমানদের জন্য আল-আকসা মসজিদ ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান। অন্যদিকে, ইহুদিরা স্থানটিকে ‘টেম্পল মাউন্ট’ হিসেবে বিবেচনা করে। তবে, ইসরায়েল ও জর্ডানের মধ্যে একটি দীর্ঘস্থায়ী চুক্তি অনুযায়ী, মসজিদ প্রাঙ্গণে ইহুদি ধর্মীয় আচার পালনে নিষেধাজ্ঞা রয়েছে।
এএফপি সূত্রে জানা গেছে, তুরস্কের অভিযোগ—ইসরায়েল সরকারের নিরবতা ও সক্রিয় সমর্থনের মধ্য দিয়ে এমন কর্মকাণ্ড বাড়ছে, যা শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করছে।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি /রাজ/৪আগস্ট ২০২৫/দুপুরঃ ০২.৩৫