স্পোর্টস ডেস্ক : সীমিত টেস্ট খেলা বুমরাহর জন্য লজ্জার হবে, বলছেন কিংবদন্তি অজি পেসার গ্লেন ম্যাকগ্রা। বুমরাহকে যাতে দীর্ঘ স্পেল করতে না হয় সেদিকে নজর দেয়ার পরামর্শ ম্যাকগ্রার। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বুমরাহর কার্যকারিতা চোখে পড়ার মত, তাই ম্যাকগ্রার মতে বুমরাহর দরকার অফ-সিজন, যেটা তাকে শক্তিশালী রাখবে।
সময়ের সাথে বেড়েছে ক্রিকেটারদের ব্যস্ততা। আন্তর্জাতিক ক্রিকেটের ঠাসা সূচির মাঝে থাকে ফ্র্যাঞ্চাইজি লিগের রমরমা আয়োজন। এতোকিছুর মাঝে সামলাতে হয় টেস্ট ক্রিকেটের পাঁচ দিনের ধকল। শারীরিক বিশ্রামের ফুসরত না পেয়ে যেখানে সবচেয়ে বেশি ভোগেন পেসাররা। টানা বোলিং করার কারণে বাড়ে চোটে পড়ার প্রবণতা। সেই ফাঁদে পড়েছেন সময়ের অন্যতম সেরা পেসার জাসপ্রীত বুমরাহ।
ওয়ার্কলোড ম্যানেজের চাপে হিসেব করে টেস্ট খেলতে হচ্ছে বুমরাহকে। কমে যাচ্ছে ম্যাচের সংখ্যা। অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজের গুরুত্বপূর্ণ শেষ ম্যাচেও বুমরাহকে বিশ্রাম দিতে বাধ্য হয়েছে ভারত। দলের সেরা পেসার হয়ে এমন ম্যাচে বসে থাকা বুমরাহর জন্যও অস্বস্তির। অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা বলছেন, এভাবে টেস্ট খেলা সীমিত করাটা বুমরাহর জন্য লজ্জার হবে।
সাবেক এই অজি পেসার বলেন, ভারসাম্য আনার জন্য আপনার আরেকটি পেস বোলিং গ্রুপ দরকার যাতে করে তাকে দীর্ঘ স্পেল করতে না হয়। ওয়ার্কলোডের চাপ বহন করার জন্য অন্যদেরও সমান বোলিং করতে হবে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দেখেন বুমরাহ কতটা কার্যকরী। তাই নিজেকে টেস্ট ক্রিকেটে সীমিত করলে বুমরাহর জন্য সেটা লজ্জার হবে। খুঁজে বের করতে হবে তার জন্য কোনটা সেরা।
অন্য পেসারদের থেকে বুমরাহর বোলিং অ্যাকশন ভিন্ন হওয়ায় তার শরীরের ওপর বাড়তি চাপ পড়ে বলে মনে করেন ম্যাকগ্রা। তাই চোট থেকে নিজেকে রক্ষা করতে হলে ৩১ বছর বয়সী পেসারের জন্য অফ-সিজন প্রয়োজন বলে মনে করেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী পেসার।
ম্যাকগ্রা বলেন, অনেক পেসারের থেকে তার বোলিং অ্যাকশন আলাদা। তাই সে যা করে তা তার শরীরের জন্য কঠিন। বিশেষ করে যখন অনেক ম্যাচ খেলে তখন অফ-সিজন পায় না। কিন্তু ফাস্ট বোলিংয়ের চাপ সহ্যর জন্য তাকে সত্যিই শারীরিকভাবে অনেক শক্তিশালী এবং ফিট হতে হবে এবং তার অফ-সিজন দরকার। যা তাকে পুরো মৌসুমে শক্তিশালী রাখবে।
৫ টেস্টের ইংল্যান্ড সিরিজে তিন ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন বুমরাহ, নিয়েছেন ১৪ উইকেট। তবে সবশেষ ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে বল হাতে যথেস্ট বেগ পোহাতে হয়েছে বুমরাহকে। উল্লেখ্য, ওভালে চলছে ভারত-ইংল্যান্ড সিরিজের শেষ টেস্ট। জেতার জন্য ইংল্যান্ডের প্রয়োজন আরও ৩২৫ রান, ভারতের ৯ উইকেট। হাতে আছে দু’দিন।
কিউএনবি/আয়শা/৩ আগস্ট ২০২৫/রাত ১১:০০