ডেস্ক নিউজ : কিছু কিছু লোক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন টাকা পয়সা এদিক ওদিক করার জন্য বলে দাবি করেছেন নৌ-পরিবহণ মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
শনিবার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীতে শ্রম অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে মতবিনিময় এবং শ্রমিকদের মাঝে চেক হস্তান্তর শেষে তিনি এ দাবি করেন।
সাখাওয়াত হোসেন বলেন, ‘কিছু কিছু লোক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন টাকা পয়সা এদিক ওদিক করার জন্য। তারা ব্যাংক ঋণ নিয়ে টাকা পাচার করেছে। এখন শ্রমিকদের টাকা পয়সা দিতে পারছে না। তারা দেশ থেকে পালিয়ে গেছে। সে কারণে কিছু শিল্প কারখানা বন্ধ হয়েছে। কারখানা বন্ধের জন্য সরকার দায়ী নয়। ’
তিনি আরও বলেন, ‘শিল্প কারখানা ভালোভাবে চলার কারণে সাত থেকে আট শতাংশ রপ্তানি বেড়েছে। ভালো মালিকরা দেশে রয়েছেন। তারা শ্রমিকদের দেখভাল করছেন। ভালো ব্যবসা করছেন।’
শ্রমিকদের আন্দোলন নিয়ে তিনি বলেন, ‘তাদের দাবি-দাওয়ার কোনো শেষ নেই। যে কেউ আন্দোলন করতেই পারে। যে কেউ তার দাবি নিয়ে রাস্তায় নামতেই পারে। আমারও দাবি আছে, আমিও রাস্তায় নামতে পারি। এটা তাদের অধিকার। ’
শ্রমিক সংগঠনের নির্বাচন নিয়ে এ উপদেষ্টা বলেন, ‘একজন নির্বাচনে জিতলে সারাজীবন থাকতে চান। যা এর আগে স্বৈরাচার সরকারের সময় দেখেছেন। আশা করি, এ চর্চাগুলো আর চলমান থাকবে না। নির্বাচনের মাধ্যমে ভালো প্রতিনিধি উঠে আসার প্র্যাকটিস চালু হবে। ’
কিউএনবি/আয়শা/২ আগস্ট ২০২৫/বিকাল ৪:২২