মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

বন্ধ করা হলো ১১ হাজার ইউটিউব চ্যানেল, নেপথ্যে কী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৭৩ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : সিএনবিসির সাম্প্রতিক রিপোর্ট ও গুগলের অফিসিয়াল ব্লগে জানানো হয়েছে, বন্ধ করে দেয়া চ্যানেলের মধ্যে চীনেরই ৭ হাজার ৭০০টি এবং রাশিয়ার মদদপুষ্ট ২ হাজার ২০০টি।  বিশ্বের সব ইউটিউব চ্যানেলের ওপর নজরদারি চালায় গুগলের ‘থ্রেট অ্যানালাইসিস গ্রুপ’। এর আগে কেবল মে মাসেই গুগল ২০টি ইউটিউব, ৪টি বিজ্ঞাপনী অ্যাকাউন্ট ও ১টি ব্লগ বন্ধ করে দিয়েছিল।

প্রতিবেদনে জানা যায়, চ্যানেলগুলো মূলত চীনা ও ইংরেজি ভাষায় শি জিনপিংয়ের প্রশস্তি এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির নিন্দা করত। অন্যদিকে রাশিয়ার চ্যানেলগুলোর কাজ ছিল ইউক্রেন, ন্যাটো ও পশ্চিমা দেশগুলোর সমালোচনায় রাশিয়ার হয়ে সাফাই দেয়া। পাশাপাশি মস্কো প্রশাসনের সঙ্গে সম্পর্কিত সংস্থাগুলোর হয়েও কথা বলত এসব চ্যানেল।

বাকি চ্যানেলগুলোর বিরুদ্ধে ইরান, আজারবাইজান, তুরস্ক, ইসরাইল, রোমানিয়া ও ঘানার প্রশাসনের হয়ে রাজনৈতিক প্রতিপক্ষ এবং ধর্মীয় ইস্যুতে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ রয়েছে। গুগল বলছে, চ্যানেলগুলোর কাজ ছিল মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো। এ কারণেই এগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit