ডেস্ক নিউজ : মাওলানা শরিফ হাসান শাহীন
রোগী ও মানবসেবা
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ তোমরা সৎকাজ ও তাকওয়ার কাজে একে অপরকে সাহায্য করো।(সুরা মায়েদাহ:২) রোগীর সেবা নিঃসন্দেহে একটি বড় সৎকাজ। এটি দয়া, সহমর্মিতা ও সামাজিক বন্ধনের প্রতীক। আল্লাহ বারবার দুর্বলদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। وَأَحْسِنُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ তোমরা সদ্ব্যবহার করো, নিশ্চয়ই আল্লাহ সদ্ব্যবহারকারীদের ভালোবাসেন। (সুরা বাকারা: ১৯৫)
রোগী দেখার গুরুত্ব ও সাওয়াব
مَنْ عَادَ مَرِيضًا أَوْ زَارَ أَخًا لَهُ فِي اللَّهِ، نَادَاهُ مُنَادٍ: أَنْ طِبْتَ، وَطَابَ مَمْشَاكَ، وَتَبَوَّأْتَ مِنَ الْجَنَّةِ مَنْزِلًا যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো অসুস্থ ব্যক্তির খোঁজখবর নেয় কিংবা কোনো ভাইকে সাক্ষাৎ করতে যায়, একজন ফেরেশতা ডেকে বলেন,তুমি পবিত্র, তোমার চলার পথ পবিত্র এবং তুমি জান্নাতে একটি ঘর লাভ করবে। (সহিহ মুসলিম:২৫৬৭)
আল্লাহ রোগীর মাঝে আছেন, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক হাদিসে কিয়ামতের দিনের ঘটনা বর্ণনা করে বলেন,يَا ابْنَ آدَمَ، مَرِضْتُ فَلَمْ تَعُدْنِي েহে আদম সন্তান! আমি অসুস্থ হয়েছিলাম, অথচ তুমি আমাকে দেখতে আসোনি। সে বলবে, হে আমার প্রতিপালক! আমি আপনাকে কিভাবে দেখতে যেতাম, আপনি তো রব্বুল আলামিন?
আল্লাহ বলবেন, أَمَا عَلِمْتَ أَنَّ عَبْدِي فُلَانًا مَرِضَ فَلَمْ تَعُدْهُ، أَمَا عَلِمْتَ أَنَّكَ لَوْ عُدْتَهُ لَوَجَدْتَنِي عِندَهُ؟ তুমি কি জানো না, আমার অমুক বান্দা অসুস্থ ছিল, অথচ তুমি তাকে দেখতে যাওনি? তুমি যদি তাকে দেখতে যেতে, তবে আমার উপস্থিতি সেখানে পেতে! (সহিহ মুসলিম:২৫৬৯)
لَا بَأْسَ، طَهُورٌ إِنْ شَاءَ اللَّهُ কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ এটি গুনাহ মাফের মাধ্যম হবে। (সহিহ বুখারি:৫৬৬২) এছাড়াও তিনি এই দুআও পড়তেন, أَسْأَلُ اللَّهَ الْعَظِيمَ، رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ، أَنْ يَشْفِيَكَ (সাতবার) আমি মহান আল্লাহর কাছে, যিনি মহান আরশের রব, তোমার শিফা কামনা করি।
(সুনানু আবি দাউদ: ৩১০৬)
ইসলামি দায়িত্ব ও করণীয়
কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২৫,/রাত ১০:৫০