মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : “গাছ লাগাই, পরিবেশ বাঁচাই”এই স্লোগানকে সামনে রেখে আশুলিয়ায় ঢাকা জেলা সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকালে আশুলিয়ার বগাবাড়ি বসুন্ধরা হাউজিং এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় প্রায় ২০০ ফলজ সহ বিভিন্ন জাতের বৃক্ষরোপণ করা হয়।
ঢাকা জেলা গণ-অধিকার পরিষদের আহবায়ক ও ঢাকা-১৯ আসনের এমপি পদপ্রার্থী এ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ এর উপস্থিতিতে অনুষ্ঠানের উদ্বোধন করেন, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান।
ঢাকা জেলা সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা’র সভাপতি নজরুল ইসলাম নিরবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন আশুলিয়া থানা কমিটির সভাপতি মুফতি সোলাইমান আহমদ আজাদী ও ঢাকা জেলা উত্তর ছাত্র-অধিকার পরিষদের সভাপতি অর্নব কুমার।
ঢাকা জেলা উত্তর ছাত্র-অধিকার পরিষদ আশুলিয়া থানা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক উজ্জ্বল ভূঁইয়ার সার্বিক সহযোগিতায় এসময় বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।