ডেস্ক নিউজ : কুয়াকাটা সমুদ্র সৈকতে সাঁতার কাটতে নেমে স্রোতে ভেসে যাচ্ছিলেন এক পর্যটক। স্থানীয় এক জেলের সাহসিকতায় প্রাণে বেঁচে যান তিনি। উদ্ধার হওয়া পর্যটকের নাম তানভীর (২৩)। তিনি ঢাকার নবাবগঞ্জের বাসিন্দা। শুক্রবার দুপুরে কুয়াকাটা সৈকতের পশ্চিম পাশে গোসলে নেমে জোয়ারের প্রবল স্রোতে ভেসে যান।
স্থানীয় জেলে আলতাফ হোসেন ঘটনাটি দেখে দ্রুত ঝাঁপিয়ে পড়ে তাকে টেনে তীরে আনেন। এ সময় তানভীর অচেতন ছিলেন। পরে স্থানীয়রা তাকে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠান।
প্রত্যক্ষদর্শী সেলিম মাহমুদ বলেন, সতর্কতা না মানার কারণে এমনটি হয়েছে। দ্রুত উদ্ধার সম্ভব হওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তানভীরের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর জয়ন্ত কুমার মণ্ডল বলেন, তানভীর নামের এক পর্যটককে জেলেরা উদ্ধার করে হাসপাতালে নিয়েছেন- বিষয়টি আমরা জেনেছি, খোঁজ নিচ্ছি। উল্লেখ্য, কুয়াকাটা সৈকতে জোয়ারের সময় অসচেতনভাবে সাঁতার কাটতে নামায় অতীতেও একাধিক দুর্ঘটনা ঘটেছে।
কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৪০