রাঙামাটিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত জেলা টাস্কফোর্সের সভা
আলমগীর মানিক, রাঙামাটি
Update Time :
বুধবার, ২৫ জুন, ২০২৫
৪০
Time View
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)। সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সরকার ও পৌরসভার প্রতিনিধি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা, উন্নয়ন সংস্থা ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।সভায় জেলা প্রশাসক নিবন্ধন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দ্রুত ও সমন্বিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং সকল ইউনিয়ন ও পৌরসভায় নিবন্ধন কার্যক্রমে তদারকি জোরদারের নির্দেশনা প্রদান করেন।
সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত চ্যালেঞ্জ, জনসচেতনতা বৃদ্ধি, তথ্যভাণ্ডারের হালনাগাদ, অনলাইন সেবা প্রসারসহ বিভিন্ন কার্যকর দিক নিয়ে আলোচনা হয়।