আলমগীর মানিক,রাঙামাটি : রাঙ্গামাটি জেলার রাইখালী-চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় জোয়ারের পানিতে ভেসে আসা এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) বেলা সাড়ে ১২ টার দিকে ফেরিঘাট এলাকায়, আনুমানিক ১০/১১ বছরের মেয়েটিকে ভাসতে দেখলে, স্থানীয় লোকজন বাঙ্গালি মেয়েটিকে উদ্ধার করে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি থানা হেফাজতে নিয়ে যায়।
চন্দ্রঘোনা থানার ওসি শাহজাহান কামাল বলেন কর্ণফলী নদীতে ভেসে আসা একটি অজ্ঞাত লাশ পাওয়া যায়। লাশটি থানা হেফাজতে আছেন। এবং লাশটি ময়না তদন্তের জন্য রাঙ্গামাটি মর্গে পাঠানো হবে।মেয়েটির এখনো কোন পরিচয় পাওয়া যায়নি।এবং লাশটির আইনি প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।
কিউএনবি/অনিমা/১০ জুন ২০২৫, /দুপুর ২:১২