শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন

চিংড়ি মাছ খাওয়া কি মাকরুহ?

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২২ Time View

ডেস্ক নিউজ : প্রশ্ন: চিংড়ি মাছ খাওয়া কি মাকরুহ? অনেকে বলে থাকেন কাঁটা না থাকলে তা মাছ হয় না। সে হিসেবে চিংড়ি এটি কোনো মাছ নয়।

উত্তর: অনেকে বলে থাকেন কাঁটা না থাকলে তা মাছ হয় না। চিংড়ি তাহলে কি মাছ না? কাঁটা থাকা না থাকা মূল বিষয় নয়। মূল বিষয় হল, মাছ হওয়া।

কেননা হানাফি মাজহাব মোতাবেক নদ-নদী এবং সমুদ্রের শুধুমাত্র মাছ খাওয়া জায়েজ। অন্য প্রাণী খাওয়া জায়েজ নয়।

সে হিসেবে চিংড়ি মাছ খাওয়া জায়েজ। এতে কোন বিধি-নিষেধ নেই।

এখন প্রশ্ন হল, কোনটা মাছ আর কোনটা মাছ না এটি কিভাবে নির্ণিত হবে?

এর মূল বিষয় হল, জেলে এবং নদীর প্রাণী বিশেষজ্ঞদের মতে যেগুলো মাছের মাঝে গণ্য, সেগুলো মাছ হিসেবে স্বীকৃত হবে। আর যেসব তাদের মতে মাছ নয়, বরং সামুদ্রিক প্রাণী সেসব খাওয়া যাবে না।

সেই হিসেবে জেলে ও সমুদ্র প্রাণী বিশেষজ্ঞদের মতে চিংড়ি মাছের অন্তর্ভূক্ত। কিন্তু স্কুইড, অক্টোপাশ বা কাঁকড়াকে কেউ মাছ বলে না। বরং এসব সামুদ্রিক প্রাণী।

এ কারণে চিংড়ি খাওয়াতে বিধিনিষেধ নেই। কিন্তু কাকড়া, স্কুইড, অক্টোপাশ ইত্যাদি মাছ না হওয়ায় তা ভক্ষণ করার অনুমতি দেওয়া হয় না।

আমাদের উপমহাদেশের উলামায়ে কেরাম, বিশেষ করে পাকিস্তানের মুফতি তকি উসমানীসহ অনেকে চিংমি মাছ খাওয়া সুস্পষ্টভাবে জায়েজ বলেছেন। এতে কোনো সমস্যা নেই। 

ولا يأكل من حيوان الماء إلا السمك، وقال: مالك وجماعة من اهل العلم بإطلاق جميع ما فى البحر الخ (هداية، كتاب الذبائح-4/442، تبيين الحقائق-6/469)

পানিতে যে সব প্রাণী বসবাস করে,তার মধ্যে শুধু মাত্র মাছ খাওয়াই জায়েজ।   

ولا يحل حيوان مائى الا السمك (رد المحتار-9/441

পানিতে বসবাস কারীর মধ্য হতে শুধুমাত্র মাছ খাওয়াই জায়েজ।

(তাকমিলাতু ফাতহিল মুলহিম ৩/৫১১,তাবয়িনুল হাকায়েক ৬/৪৬৯,রদ্দুল মুহতার ৯/৪৪১ কিতাবুন নাওয়াযিল ১৪/৪১৩)

 

 

কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৫, /সন্ধ্যা ৬:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit