মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন

ঢাবিতে বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির ২৪তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৪২ Time View
জালাল আহমদ, ঢাবি : ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগ এবং বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির যৌথ উদ্যোগে ‘২৪তম জাতীয় সম্মেলন’ এবং প্রাণিবিজ্ঞান সমিতির বার্ষিক সাধারণ সভা ২৩ মে ২০২৫ শুক্রবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ সম্মেলনের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য হলো “Protecting Biodiversity from Pollution: Bridging Solutions for a Healthier Planet”.জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক এবং বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক ড. হামিদা খানম উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন।বাংলাদেশ বন বিভাগের উপ-প্রধান বন সংরক্ষক মো. জাহিদুল কবির প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শেফালী বেগম স্বাগত বক্তব্য দেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, দূষণের কারণে জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য দিন দিন নষ্ট হচ্ছে। ফলে মানবজাতি হুমকির মুখে পড়ছে। আমাদের স্বাস্থ্যগত নানা জটিলতা বেড়ে যাচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, নীতিনির্ধারকসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এবিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এধরনের সম্মেলন, আলোচনা ও যৌথ গবেষণামূলক কার্যক্রম পরিচালনার উপর তিনি গুরুত্বারোপ করেন।উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ সংরক্ষণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে বলেন, ইতোমধ্যেই পরিবেশ সংরক্ষণ ও দূষণ রোধে সচেতনতা বৃদ্ধি, ক্ষতিকর বৃক্ষ নিধন, পরিবেশ বান্ধব বৃক্ষরোপণ, বেদখল হওয়া বনাঞ্চল ও নদী উদ্ধারসহ বেশ কিছু কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। ঢাকার চারটি নদী দূষণমুক্ত করতে বিশেষ প্রকল্প হাতে নেয়া হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে হারিয়ে যাওয়া অনেক নদী উদ্ধারে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, আমাদের আশার একটি বড় জায়গা হলো তরুণ প্রজন্ম। সমাজের সকলকে সংগঠিত করে পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসার জন্য তিনি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান।

সম্মেলনে ১১তম প্রাণিবিজ্ঞান অলিম্পিয়াডের বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। স্নাতক পর্যায়ে অলিম্পিয়াডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হুমাইরা হাবিবা চ্যাম্পিয়ন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অ্যাঞ্জেল সাহা ছোঁয়া রানার্সআপ হন। কলেজ পর্যায়ে নটরডেম কলেজের শিক্ষার্থী সাদনিমান আহমেদ ইফাজ চ্যাম্পিয়ন এবং সিলেটের এমসি কলেজের শিক্ষার্থী হালিমা আক্তার দিবা রানার্সআপ হন ।

উল্লেখ্য, এই সম্মেলনে ১টি প্লেনারি সেশনসহ ৪টি সায়েন্টিফিক সেশন অনুষ্ঠিত হয়। দেশ-বিদেশের শিক্ষাবিদ, গবেষক, শিক্ষার্থী এবং পেশাজীবীরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন।

কিউএনবি/অনিমা/২৪ মে ২০২৫, /সকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit