ঢাকা বিশ্ববিদ্যালয়,প্রতিনিধি : চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) এর তত্ত্বাবধানে সকল ধরনের চাকরিতে নিয়োগ, নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নাম্বার সহ ফলাফল প্রকাশ, একইসঙ্গে একাধিক চাকরির নিয়োগ পরীক্ষা এড়াতে মনিটরিং সেল গঠন সহ ১১ দফা দাবিতে লিফলেট বিতরণ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।২২ মে(২০২৫) বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের “চাকরি সংস্কার আন্দোলন” এর সংগঠক , ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফারি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জালাল আহমেদের নেতৃত্বে শিক্ষার্থীদের মাঝে এই লিফলেট বিতরণ করা হয় ।
লিফলেটে উল্লেখিত ১১ দফা দাবি হলো:
১)সকল চাকরির নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
২) সকল চাকরির পরীক্ষায় মানসম্মত এবং ভারসাম্যমূলক প্রশ্নপত্র তৈরি করতে হবে।
৩)পুলিশ ভেরিফিকেশনে জবাবদিহিতা নিশ্চিত ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ প্রদান করতে হবে ।
৪)নন ক্যাডার বিধি-২০২৩ সংশোধন করে উত্তীর্ণ
সবার চাকরির সুযোগ সুনিশ্চিত করতে হবে ।
৫) প্রশ্নপত্রের ‘সঠিক উত্তর এবং কাট মার্ক’ ওয়েবসাইটে প্রকাশ করতে হবে ।
৬)দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে পিএসসি গঠন করতে হবে ।
৭) একইদিনে একই সময়ে সম গ্রেড়ের একাধিক পরীক্ষা এড়াতে মনিটরিং সেল গঠন করতে হবে ।
৮) পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো ‘মাইগ্রেশন স্টাইল’ চালু করতে হবে।
৯) ভাইভার আগে ক্যাডার চয়েজের সুযোগ দিতে হবে ।
১০)কম খরচে খাতা পুন:নিরীক্ষণ করার সুযোগ দিতে হবে।
১১) ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়মবহির্ভূত ও ত্রুটিপূর্ণ নিয়োগ বাতিল করতে হবে ।
কিউএনবি/অনিমা/২৩ মে ২০২৫, /সকাল ৬:৩২