বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সাইফ আলি খান ও অভিনেত্রী রানী মুখার্জি অভিনীত সিনেমা ‘হম তুম’ ২১ বছর আগে মুক্তি পেয়েছিল। দীর্ঘদিন সেই সিনেমা পর্দায় উপভোগ করেন দর্শকরা। বিদেশি প্রেক্ষাপট ও রোমান্টিক গান আর নায়ক-নায়িকার খুনসুটি— সব মিলিয়ে বক্স অফিসে খুবই সাড়া ফেলেছিল এ সিনেমা। প্রথম সিনেমাতেই রানী ও সাইফ সফল জুটির তকমা পায়। তারপর একের পর এক সিনেমাতে জুটি বেঁধে কাজ করেন সাইফ ও রানী।
ব্যক্তিগতজীবন ঠিক না থাকলে পেশাগতজীবনে তার প্রভাব পড়ে। অনেকেই নিজেদের জীবন দুইভাগে ভাগ করতে পারেন না। তখনই হয় সমস্যা। সেই সময় সাবেক স্ত্রী রিনা দত্তের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেতা। সবাই জানে, সেই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। তার পরেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। সেই সময় রিনার সঙ্গে একটি ভয়ঙ্কর খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন আমির খান। তাই ‘হম তুম’-এর চিত্রনাট্য শোনার আগেই ‘না’ করে দিয়েছিলেন অভিনেতা। তার পরেই কর্ণ চরিত্রের জন্য সাইফকে বেছে নিয়েছিলেন পরিচালক।
কিউএনবি/আয়শা/২১ মে ২০২৫, /সন্ধ্যা ৬:১৯