বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম

আপনার এনআইডিতে কয়টি সিম রেজিস্ট্রেশন রয়েছে, যাচাই করবেন যেভাবে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৪ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : মোবাইলে কথা বলার জন্য যে সিম ব্যবহার করা হয় তার পূর্ণনাম- সাবস্ক্রাইবার আইডেনটিটি মডিউল। তবে সিম ব্যবহার করতে হলে আপনাকে আগে সেটি রেজিস্ট্রেশন করতে হয়। যে কেউ তার নিজের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি দিয়ে সিম রেজিস্ট্রেশন করতে পারেন।

 
তবে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে তা জেনে রাখা ভালো। কারণ তাতে আপনি বুঝতে পারবেন, আপনার অজান্তে কোনো অসাধু ব্যক্তি আপনার নামে সিম নিয়ে ব্যবহার করছে কি না।
সিম রেজিস্ট্রেশন চেক করার উপায়
আপনার বর্তমানে ব্যবহৃত যেকোনো গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক এবং টেলিটক সিমের মাধ্যমে আপনার নামে রেজিস্ট্রেশন হওয়া সিমের সংখ্যা জানতে পারবেন।
 
সে জন্য আপনাকে *১৬০০১# ডায়াল করতে হবে। এই নম্বর ডায়াল করার পর ফিরতি মেসেজে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বরের শেষের চারটি সংখ্যা দিতে বলবে। এ পর্যায়ে আপনার এনআইডি কার্ডের শেষের চারটি সংখ্যা সাবমিট করে সেন্ড করুন। ফিরতি মেসেজে আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা সিমগুলোর নম্বর দেয়া হবে।
 
এখানে প্রিপেইড বা পোস্টপেইড যেই সিমই হোক না কেন সব নম্বর দেখাবে। তবে নম্বরগুলো সম্পূর্ণ দেবে না। প্রতিটি নম্বরের শুরুর তিন ডিজিট এবং শেষের তিন ডিজিট দেখাবে। ঠিক অনেকটা এ রকম ৮৮০১৯*****১২৩।
 
এদিকে, বৃহস্পতিবার (৩১ জুলাই) এক বার্তায় বিটিআরসি জানিয়েছে, একজন গ্রাহকের নামে ১০টির অধিক মোবাইল সিম থাকলে সেগুলো আগামী ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে গিয়ে ডি-রেজিস্টার করতে হবে।
 
রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম সম্প্রতি সময় সংবাদকে বলেন, কোনো সিম বন্ধ করতে চাইলে সংশ্লিষ্ট অপারেটরের সেবা কেন্দ্র বা কাস্টমার কেয়ারে যেতে হবে।
 
উল্লেখ্য, এর আগে একজন গ্রাহক একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধন করতে পারতেন। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি সিম নিবন্ধন করতে পারবেন।

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৫,/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit