বিনোদন ডেস্ক : বলিউডে ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে পরিচিত কঙ্গনা রানাউত। সামাজিক মাধ্যমে নেটিজেন মাঝে প্রায় আলোচনায় থাকেন তিনি। তাকে দেখা যায় মাঝে মধ্যে সমসাময়িক অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে বিতর্কে জড়াতে। এবার তিনি প্রশংসিত হলেন, পেলেন ‘সেরা অভিনেত্রী’র তকমা।
পবন কল্যাণ জানান, তিনি কৃতি শ্যানন কিংবা কঙ্গনার সঙ্গে কাজ করতে আগ্রহী। এমনকি প্রিয়াংকা চোপড়া ও কঙ্গনার মধ্যে একজনকে বেছে নিতে বলা হলেও তিনি কঙ্গনাকেই বেছে নেবেন। আবার কঙ্গনা রানাউত ও কারিনা কাপুরের মধ্যে নির্বাচন করতে বলা হলে কাকে তিনি বেছে নেবেন—এমন প্রশ্নে কিছুটা দ্বিধায় পড়েন অভিনেতা। তিনি বলেন, ‘ইমার্জেন্সি’ সিনেমায় তাকে ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখার পর আমার মনে হয় শক্তিশালী অভিনেত্রীকেই বেছে নেওয়া উচিত।
অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের পর কঙ্গনাও দ্রুত তার প্রতিক্রিয়া জানিয়েছেন। অভিনেতার এ প্রতিক্রিয়া সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে স্টোরিতে শেয়ার করে নিয়েছেন কঙ্গনা রানাউত। সেই সঙ্গে তিনি হাতজোড় করা ও ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে তার কৃতজ্ঞতা ও আনন্দ প্রকাশ করেছেন।