বিনোদন ডেস্ক : বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খানের আলোচিত সিনেমা ‘সিতারে জামিন পার’ ইতোমধ্যে সিনেমাহলে মুক্তি পেয়েছে। ব্যবসা সফল এ সিনেমাটি এবার মুক্তি পেতে চলেছে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে। আগামী ১ আগস্ট থেকে দর্শকরা এ সিনেমাটি দেখতে পাবেন।
ইউটিউবে দর্শকরা ১০০ টাকায় দেখতে পাবেন ‘সিতারে জামিন পার’ । এ ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং স্পেনসহ ৩৮ দেশে স্থানীয় মূল্যে সিনেমাটি দেখানো হবে। ভবিষ্যতে আমির খান প্রোডাকশনের আরও সিনেমা এ প্ল্যাটফর্মে আসবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
মিস্টার পারফেশনিস্ট অভিনেতার সঙ্গে অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজা অভিনীত ‘সিতারে জামিন পার’ সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শকদের বিপুল প্রশংসা কুড়িয়েছে। এ সিনেমাটি শুধু ইউটিউবেই দেখা যাবে এবং অন্য কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে এটি মুক্তি পাবে না বলে নিশ্চিত করা হয়েছে।
ইউটিউবে সিনেমাটি আনার বিষয়ে আমির খান বলেন, ভারতে ইন্টারনেটের ব্যবহারও খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং প্রতিদিন বাড়ছে। ইউটিউব প্রায় প্রতিটি ডিভাইসে রয়েছে। এখন আমরা ভারতের বিশাল অংশে এবং বিশ্বের অনেক লোকের কাছে সিনেমা নিয়ে যেতে পারি।
তিনি বলেন, আমার স্বপ্ন সিনেমা সবার কাছে পৌঁছাবে, তাও সাশ্রয়ী মূল্যে। আমি চাই মানুষ যেন যখনই ইচ্ছে এবং যেখানে খুশি সিনেমা দেখতে পারে। যদি এ পদ্ধতিটি সফল হয়, তবে সৃজনশীল লোকেরা সীমানা বা অন্যান্য বাধা সম্পর্কে চিন্তা না করে বিভিন্ন গল্প বলতে সক্ষম হবে।
এ অভিনেতা ও প্রযোজক বলেন, গত ১৫ বছর ধরে আমি চেষ্টা করছি, যারা প্রেক্ষাগৃহে যেতে পারেন না, তাদের কাছেও যেন সিনেমা পৌঁছে যায়। অবশেষে সেই সময় এসেছে যখন সবকিছু একসঙ্গে ঠিকঠাক চলছে।
কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৫,/রাত ৮:৫৮