তথ্যপ্রযুক্তি ডেস্ক : চ্যাটবট চ্যাটজিপিটি হচ্ছে— ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা। এটি দিনে গড়ে ২৫০ কোটির বেশি প্রম্পট বা প্রশ্ন পাচ্ছে। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্র থেকেই প্রতিদিন ৩৩ কোটির মতো প্রম্পট পাঠানো হয়। সম্প্রতি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যাক্সিওসকে এসব তথ্য জানিয়েছে ওপেনএআই। এ বিষয়ে প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, এ পরিসংখ্যান চ্যাটজিপিটির ব্যাপক জনপ্রিয়তা ও ব্যবহার বৃদ্ধির দিকটিই তুলে ধরা হয়েছে।
এ বিষয়ে ডিজিটাল মার্কেটিং গবেষণা সংস্থা এনপি ডিজিটালের প্রতিষ্ঠাতা নিল প্যাটেল বলেন, গুগলে প্রতিদিন গড়ে ১ হাজার ৩৭০ কোটির মতো অনুসন্ধান হয়। আবার মার্কেটিং প্রতিষ্ঠান স্পার্কটোরো ও ডাটোস জানিয়েছে, গুগলের দৈনিক অনুসন্ধানের সংখ্যা ১ হাজার ৬৪০ কোটির কাছাকাছি। তবে চ্যাটজিপিটির দ্রুত বিকাশ প্রযুক্তি খাতে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে। গত বছরের ডিসেম্বরে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী সাম অল্টম্যান বলেছিলেন, প্রতিদিন এক বিলিয়ন বা ১০০ কোটির বেশি প্রম্পট পাচ্ছে চ্যাটজিপিটি। তার সেই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, মাত্র আট মাসেই চ্যাটজিপিটির ব্যবহার দ্বিগুণের বেশি বেড়েছে। এই হার অব্যাহত থাকলে ভবিষ্যতে চ্যাটজিপিটি গুগলের মতো সার্চ ইঞ্জিনকেও ব্যবহারের সংখ্যার দিক দিয়ে চ্যালেঞ্জ জানাতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।
কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৫,/রাত ৯:৪৫