 
																
								
                                    
									
                                 
							
							 
                    স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম প্রকল্প(প্রত্যাশা-২ প্রকল্প)র উদ্যোগে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলানায়তনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর আলমাসুর রহামনের সভাপতিত্বে এবং এমআরএসসির কো- অর্ডিনেটর রবিউল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. ফাইয়াজ আহমদ ফয়সাল, যশোর টেকনিক্যাল ট্রেনিয়ং সেন্টারের অধ্যক্ষ প্রকৌশলী গাজী ইকফাত মাহমুদ, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের সহকারি পরিচালক শাহরিয়ার হাসান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মৌসুমি আকতার, কৃষি সম্প্রসারন অফিসার শারিয়ার হোসেন, প্রেসক্লাব সভাপতি এস এম মজনুর রহমান।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইগ্রেশন কর্মসূচির মেসকাতুল আরেফিন, প্রোগ্রাম অর্গানাইজার সুজন দাস, গোলাম রসুল, বিপুল বৈরাগী প্রমুখ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের বরিশাল আঞ্চলিক এমআরএসসি’র কো-অর্ডিনেটর দেবানন্দ মন্ডল। জেলার অভিবাসন বিষয়ের সঙ্গে সম্পৃক্ত সরকারি কর্মকর্তাবৃন্দ, বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, বিদেশ- ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যগণ কর্মশালায় অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে বিদেশ ফেরত ক্ষতিগ্রস্থ যুবক জয়নাল আবেদীনকে ব্র্যাকের পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।
ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর আলমাসুর রহমান জানান, বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা এবং সারা বিশ্বের শীর্ষস্থানীয় এনজিও- ব্র্যাক, ১৯৭২ সালের প্রতিষ্ঠাকালীন সময় থেকে দেশে ও দেশের বাইরে নানাবিধ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি কর্মসূচি হল মাইগ্রেশন প্রোগ্রাম।
ব্র্যাকের এই প্রোগ্রাম ২০০৬ সাল থেকে দেশের অভিবাসনপ্রবণ জেলাসমূহে বিদেশগামী নারী ও পুরুষের মাঝে সঠিক তথ্যের মাধ্যমে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম, বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ, অভিবাসন খাতে অ্যাডভোকেসি ও নানাবিধ সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।
কিউএনবি/অনিমা/০৮ মে ২০২৫, /রাত ৯:৫২