মো: মশিউর রহমান ,আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়া থানার সার্বিক সমস্যা সমাধানের করণীয় নাগরিক ভাবনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আশুলিয়ার গাজিরচট আকবর মন্ডল স্কুল এন্ড কলেজে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় আশুলিয়া থানাকে উপজেলায় উন্নীত করণ ও পরিবেশকে নান্দনিক করতে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সংগঠনটির সভাপতি ডা: আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন, গাজিরচট আকবর মন্ডল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোজাফফর হোসেন।এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির সাধারণ সম্পাদক মোবারক হোসেন খান, দপ্তর সম্পাদক ইউসুফ আলী খান, টাংগাইল রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আব্দুল লতিফ সহ আরও অনেকে।এছাড়া সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/০৩ মে ২০২৫, /বিকাল ৪:৫৭