 
																
								
                                    
									
                                 
							
							 
                    বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমির পর্দায় উপস্থিতি মানেই ঘনিষ্ঠ দৃশ্য আর চুমুকাণ্ড। যাকে একসময় তার নাম জুটেছিল ‘সিরিয়াল কিসার’ তকমা। পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যের পাশাপাশি থাকবে চুমু খাওয়ার দৃশ্য। তবে অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘সিরিয়াল কিসার’ তকমা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
এদিকে জানা গেছে, ইমরান হাশমি ও আলিয়া ভাট সম্পর্কে চাচাতো ভাইবোন। তারা নাকি একসঙ্গে কাজ করতে চলেছেন। এ প্রসঙ্গে ইমরান বলেন, আলিয়া খুব ভালো কাজ করছে। পর্দায় ওর কাজ দেখে চোখ ফেরানো যায় না। ওর সঙ্গে কাজ করার খুব ইচ্ছে আছে। যদি সে রকম যথাযথ চিত্রনাট্য পাই, তবে অবশ্যই করব।
কিউএনবি/আয়শা/৩০ এপ্রিল ২০২৫,/বিকাল ৪:৫০