বুধবার (৩০ এপ্রিল) সকালে মে দিবস উপলক্ষ্যে নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, আইনটির সংশোধন নিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থারও বেশকিছু পর্যবেক্ষণ রয়েছে। সব পর্যালোচনা করেই এ সংশোধনী আসবে। উপদেষ্টা বলেন, মালিক-শ্রমিক এবং সরকারের দূরত্ব কমিয়ে আনতে চায় বর্তমান সরকার। এ নিয়েও কাজ চলছে।
এবারের মে দিবস উপলক্ষ্যে সারাদেশই নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন সকাল ৮টায় জাতীয় সংসদ ভবনের সামনে থেকে বের হবে মে দিবসের র্যালি। পরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হবে আলোচনা অনুষ্ঠান। এবারের মে দিবসের স্লোগান, ‘শ্রমিক মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে।’