তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে এক বিশ^বিদ্যালয় পড়–য়া যুবতী (১৯) কে জোরপুর্বক ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক ফয়সাল আহমেদ দুর্জয় (২৫) সহ আরো দুইজন কে আটক করেছে থানা পুলিশ। ভুক্তভোগী ঢাকায় একটি প্রাইভেট বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে বিরিশিরি এলাকার এক রিসোর্ট থেকে তাদের আটক করা হয়। মামলাসুত্রে জানা গেছে, গত সোমবার (২৮ এপ্রিল) বিকেলে ভুক্তভোগীর হবু স্বামী মুন্না মিয়া (২৭) এর সাথে দুর্গাপুরে বেড়াতে আসে। সন্ধ্যা হয়ে গেলে তারা ওই রিসোর্টে এসে ২০১ নং কক্ষে রাত্রীযাপন করে। পরদিন দুপুরে প্রয়োজনীয় কাজে মুন্না একটু বাহিরে গেলে এই সুযোগে মুন্নার বন্ধু দুর্জয় ওই কক্ষে এসে ভুক্তভোগীর সাথে কথা বলে।
দুর্জয় ভুক্তভোগীর পুর্ব পরিচিতি হওয়ায় হোটেল কক্ষে বসে কুশল বিনিময় করেন তারা। কথা বলার এক পর্যায়ে ভুক্তভোগীকে শারীরিক আঘাত করে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পুর্বক ধর্ষণ করে দুর্জয়। পরবর্তিতে ভুক্তভোগীর ডাক চিৎকারে আশ-পাশের লোকজন ও পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধর্ষণ ও আটকের বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মামলা করলে বুধবার (৩০ এপ্রিল) ভুক্তভোগীকে মেডিক্যাল পরীক্ষার জন্য তাকে নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্যান্যদের নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন ও সাধারণ সম্পাদক অনিক মাহাবুব চৌধুরী এর সিদ্ধান্ত ক্রমে মঙ্গলবার রাতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারনে দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক ফয়সাল আহমেদ দুর্জয় কে দল থেকে বহিস্কার করেছেন মর্মে পত্র জারি করেন।
কিউএনবি/অনিমা/৩০ এপ্রিল ২০২৫,/দুপুর ২:৪৮