 
																
								
                                    
									
                                 
							
							 
                    ডেস্ক নিউজ : চীনের তরুণ প্রজন্মের একটি অংশ বর্তমানে বিয়েকে কেন্দ্র করে এক নতুন প্রবণতার দিকে ঝুঁকছে, যাকে বলা হচ্ছে ‘বন্ধুত্বের বিয়ে’ বা Friendship Marriage।
এই ব্যতিক্রমধর্মী বৈবাহিক রীতির মূল উদ্দেশ্য হল ব্যক্তিগত স্বাধীনতা বজায় রাখা এবং সামাজিক বা পারিবারিক দায়িত্বের চাপ থেকে মুক্ত থাকা। মূলত জাপানে প্রথম প্রচলিত এই ধারণাটি এখন চীনের নাগরিকদের মাঝেও জনপ্রিয় হয়ে উঠছে।
জানা যায়, এ ধরনের বিয়েতে স্বামী-স্ত্রী আইনগতভাবে একে অপরের জীবনসঙ্গী হলেও, একসঙ্গে বসবাস, যৌন সম্পর্ক কিংবা সন্তান গ্রহণ- এসব বিষয়ে কোনও সামাজিক বা পারিবারিক বাধ্যবাধকতা থাকে না।
প্রত্যেকে নিজের মতো জীবনযাপন করতে পারে, আলাদা বাসস্থান রাখতে পারে এবং চাইলে আলাদা সম্পর্কেও জড়াতে পারে। সন্তান নেওয়ার ইচ্ছা থাকলে তারা দত্তক গ্রহণ কিংবা কৃত্রিম প্রজননের পথও বেছে নিতে পারেন।
বিশেষজ্ঞদের মতে, এই ধারা সমাজে ব্যক্তিস্বাতন্ত্র্য এবং মানসিক চাপমুক্ত জীবনযাপনকে গুরুত্ব দিচ্ছে। তবে এর ফলে পরিবারিক বন্ধন, সন্তান প্রতিপালন এবং সামাজিক মূল্যবোধের ভবিষ্যৎ রূপ নিয়ে প্রশ্নও উঠছে।
তথ্য সূত্র- সাউথ চায়না মর্নিং পোস্ট।
কিউএনবি/অনিমা/৩০ এপ্রিল ২০২৫,/সকাল ১১:২৮