 
																
								
                                    
									
                                 
							
							 
                    শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যেগে যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশে মৃত বা অর্ধ মৃত গাছ অপসারনের দাবীতে এক মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে নাভারন বাজারের ব্যাস্ততম স্থান নাভারন কলেজের পাশে এ মানব বন্ধন কর্মসূচী পালিত হয়।
এ সময় এক আলোচনা সভায় বক্তব্যদেন নাগরিক পরিসদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, আশিক ইকবাল, শার্শা উপজেলা নাগরিক পার্টির নেতা মোঃ মুরাদ উদ দৌলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা নেতা রাসেল মাহমুদ, শার্শা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাফেজ মাওঃ মোস্তফা কামাল, আহনাফ সুজন, আব্দুল্লাহ গালিব, আহসান উল্লাহ,রাতুল হাসান প্রমুখ।
আলেপাচনা সভায় বক্তারা আগামী ১৫ দিনের মধ্যে যশোর -বেনাপোল মহা সড়ক ও নাভারন- সাতক্ষীরা মহা সড়কের দুই পাশে মৃত ও অর্ধ মৃত ঝুকিপূর্ণ গাছ গুলো অপসরনের দাবী জানান। অন্য থায় আবারো মানব বন্ধন ্র অবরোধ কর্ম সূচী দিবের বলেঘোষনা করেন। বক্তারা বলেন নাভারন বাজারে কয়েকবার মৃত ও অর্ধমৃত ঝুকিপূর্ণ মরা গাছ যে কোন সময় পথচারী মানুষের প্রান কেড়ে নিতে পারে ।
সে জন্য মানুষের জান ও মাল বাঁচাতে অতিদ্রত আগামী বর্ষা মৌসুম আসার আগেই রাস্তার দুই ধারের মৃত ও অর্ধ মৃত মরা গাছ গুলো অপসরন প্রয়োজন। এ ব্যাপারে বক্তারা শার্শা উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ ও যশোরজেলা প্রশাসনের দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করেছেন। 
কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৫,/রাত ১২:২৮