ডেস্ক নিউজ : সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে এগারটার দিকে এই স্মারকলিপি জমা দেয় সংগঠনটি। ঢাকা জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রাফিউল আলম। স্মারকলিপিতে ভিডিও কন্টেন্ট তৈরির জন্য দুই সন্তানকে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে শারমিন শিলার বিরুদ্ধে।
বিষয়টি নিয়ে ‘একাই একশো’ সংগঠনের ফেসবুক পেজের এক পোস্টে বলা হয়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রাফিউল আলম বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। আমরা জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গেও কথা বলেছি। আমাদের একটি প্রতিনিধি দল সাভারে ইউএনও মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রশাসনিক বিভিন্ন প্রক্রিয়ার কারণে তিন দিনের সময় চাওয়া হয়েছে। আমরা আশা করছি নির্ধারিত সময়সীমার মধ্যেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হবে।
এর আগে রোববার (৬ এপ্রিল) ঢাকা জেলা প্রশাসকের কাছে এই স্মারকলিপি দেয়া হবে বলে সংগঠনটির ফেসবুক পেজে জানানো হয়। শনিবার (৫ এপ্রিল) দুপরে করা ওই পোস্টে বলা হয়েছে, ক্রিম আপার বিরুদ্ধে আগামীকাল ঢাকা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হবে যেন, তার সন্তান দুটির সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়।
ক্রিম আপা অনেকদিন ধরেই তার সন্তানকে পুঁজি করে ভিউ পাওয়ার আশায় মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছে। জোর করে খাবার খাওয়ানো, চুলে কেটে ফেলা বা কালার করা, ভুল করলে গালাগালি দেয়াসহ বিভিন্ন শারীরিক নির্যাতন করছেন। এই কাজগুলো স্পষ্টভাবে বাংলাদেশের শিশু আইন, ২০১৩ (ধারা ৭০) অনুযায়ী অপরাধ। এই আইনে বলা আছে- শাস্তি: অনধিক পাঁচ বছর কারাদণ্ড অথবা অনধিক এক লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।
সেইসঙ্গে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, সমাজ সেবা অধিদফতর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে স্মারকলিপি দেয়া হবে যেন, শিশুদের অনলাইন সুরক্ষা নীতিমালা তৈরি করা হয়। নির্দিষ্ট বয়সের আগে সন্তানকে বা কোনো শিশুকে দিয়ে কেউ ভিউ ব্যবসা যেন করতে না পারেন। বিশেষ ক্ষেত্রে সরকারের অনুমতি নিতে হবে।’পোস্টে আরও বলা হয়েছে, এটা শুধু ‘ক্রিম আপা’র বিষয় নয় আমরা প্রায়ই দেখি, অনেক শিক্ষিত বাবা-মাও সন্তানদের ওপর চাপ প্রয়োগ করে কনটেন্ট তৈরি করায়। কেউ আয় করছেন, কেউ খ্যাতি পাচ্ছেন। কিন্তু এর পেছনে শিশুদের শৈশব হারিয়ে যাচ্ছে।
 
 
কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৫,/রাত ১২:২৮