রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন

জয়পুরহাটে ঈদের ছুটিতেও গর্ভকালীন মা ও শিশু চিকিৎসাসেবা

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট 
  • Update Time : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২৪৬ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট : জয়পুরহাটে সরকারি ছুটির দিনেও গর্ভবতী মা, প্রসূতি ও শিশুদের চিকিৎসা সেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে জয়পুরহাট মা ও শিশু কল্যান কেন্দ্র। এর অংশ হিসাবে ঈদুল ফিতরের ছুটিতেও পুরো জেলায় জরুরী চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।জয়পুরহাট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডাঃ মোহাম্মদ কামাল হোসেন জানান, বিষয়টি অনেক গর্ভকালীন মা ও তাদের অভিভাবকদের কাছে অজানা হলেও ছুটির দিনগুলোতেও তাদের চিকিৎসেবা চালু রয়েছে ও ভবিষ্যতে তা অব্যাহত থাকবে।

এরই ধারাবাহিকতায় গেল ঈদুল ফিতরের বেশ লম্বা ছুটির মধ্যেও জেলা শহরের মাতৃমঙ্গল কেন্দ্রসহ জেলার ৫টি উপজেলার সংশ্লিষ্ট স্বাস্ব্য কেন্দ্রের মাধ্যমে মা ও শিশুর চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।ঈদুল ফিতরের ছুটির মধ্যে জেলায় ১১০ জন গর্ভবতী মা, ২০ জন শিশু ও ১০ জন কিশোরীকে নিয়মিত চিকিৎসা প্রদান করা ছাড়াও ২৫ জন মাকে জন্মনিয়ন্ত্রন পদ্ধতি এবং ২০ জন নারীকে সাধারন চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে।ঈদের ছুটিতে সাধারণ মানুষ যেন সমস্যায় না পরে তার জন্য এ সেবা নিরবিচ্ছিন্ন রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক।

কিউএনবি/অনিমা/০৬ এপ্রিল ২০২৫,/বিকাল ৪:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit