 
																
								
                                    
									
                                 
							
							 
                    বিনোদন ডেস্ক : বলিউড তারকাদের অনুরাগীদের সংখ্যা হাতে গুনে শেষ করা যায় না। আবিশ্ব ছড়িয়ে রয়েছেন তারা। মাঝে মধ্যেই ভক্তদের উন্মাদনারও অভিজ্ঞতা হয় বলিউড সুপারস্টার সালমান খানের। আজম আনসারি নামে এক অনুরাগীও সেই উন্মাদনারই শিকার। এখন তিনি কঠিন বিপাকে পড়েছেন। কী সেই বিপদ?
সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে আজমের এক লাখের বেশি অনুসরণকারী। মঙ্গলবার রাত থেকে একের পর এক পোস্ট করে ঘটনার জানান দিয়েছেন সালমান-ভক্ত। একটি ভিডিওতে তিনি দাবি করেছেন, ঘটনাস্থলে এক কাপ চা খেতে দাঁড়িয়েছিলেন মাত্র। কিন্তু পুলিশ তাকে সেখান থেকেই তুলে নিয়ে এসেছে। পুলিশের গাড়ি থেকেই সেই ভিডিও পোস্ট করেছেন আজম।
পুলিশ জানিয়েছে, যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করছিলেন আজম তার লাইসেন্সের মেয়াদ ২০২২ সালেই শেষ হয়ে গেছে। তবে আজম একটি ভিডিওতে বলেছেন, আমার বন্দুকের লাইসেন্স বাতিল করা হচ্ছে। আমাকে যদি কেউ গুলি করে দেয়, তার দায় কে নেবে? আমাকে সাহায্য করুন। সঠিক কথা বলুন। কেউ আমাকে বাঁচাতে এলো না।
সারা রাত আমি আটকে পড়ে থাকলাম। সালমানের অনুরাগী আরও বলেন, রাতে পুলিশ আমাকে খুব মারধর করেছে। আমাকে কারাগারে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আপনারাই বলুন— আমি কী করেছি? সব কটি ভিডিওতে আজম সরাসরি সালমান খানকে ট্যাগ করেছেন।
কিউএনবি/আয়শা/০৩ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৭:০৫