বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
Update Time :
রবিবার, ৩০ মার্চ, ২০২৫
১০৪
Time View
বাদল আহাম্মদ খান নিজস্ব প্রতিবেদক : ব্যাগ ভর্তি সদাই নিয়ে হাঁটতে পারছিলেন না দুই বৃদ্ধা। একটু এগিয়ে গাছের নীচে জিরিয়ে নিলেন। বিড়বিড় করে করা আলোচনায় তাদের বিষয় বস্তু ছিলো সেমাই। এ প্রতিবেদককে তিনি বলেন, ‘সেমাই, চিনি পাইছি। আর আনতে না করুম। আরো কি কি আছে ব্যাগে হিডিও না করুম আনতে।’
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বরিশল গ্রামে আব্দুল হান্নান সরাকার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার পেয়ে ফিরছিলেন ওই দুই নারী। আর্থিক অনটনে উপহার তাদের জন্য কিছুটা স্বস্থির বলেও উল্লেখ করেন তারা। শনিবার বিকেলে বরিশল সরকার বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে মো. সুলতান খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী মো. ফজলুল হক ভূঁইয়া।
প্রধান বক্তা ছিলেন আলী আফজাল খান। এছাড়া আখাউড়া পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক মো. ফরহাদ হোসনে ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এ আয়োজনে দুই শতাধিক দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উদ্যোক্তা জসীম উদ্দিন সরকার জানান, কয়েক বছর যাবত তারা এ আয়োজন করে যাচ্ছেন। আগামী দিনেও তাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।