শার্শা(যশোর)সংবাদদাতা : ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যেগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ মঙ্গলবার সকাল ১০ টায় শার্শা উপজেলা প্রশাসনের সভা কক্ষে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান।
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন শার্শার মুক্তিযোদ্ধা মোঃ আনছার আলী, মোঃ মোজাফফার উদ্দিন, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া, শার্শা উপজেলা প্রকৌশলী অফিসার সানাউল হক, শার্শা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওলিয়ার রহমান, শার্শা উপজেলা প্রানী সম্পদ অফিসার তপু কুমার সাহা, কৃষি অফিসার দিপক সুমার সাহা, সমবায় অফিসার আব্দুর রাশেদ, মহিলা বিসয়ক অফিসার জাহান-ই-গুলশান, শার্শা উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শাকির উদ্দিন, সাংবাদিক মনিরুল ইসলাম মনি প্রমুক। আলোচনা সভায় বক্তারা বলেন ১৯৭১ সালের ২৫ মার্চ ও ২০২৪ সালের জুলাই আগষ্টের বিপ্লব একই সূত্রে গাঁথা। আলোচনা সভায় ১৯৭১ সালে ও ২০২৪ সালের সকল শহীদদের প্রতি ১ মিনিট নিরবতা পালন করা হয়। এ ছাড়া সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষে শার্শা প্রশাসনের উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত
কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৫,/বিকাল ৫:০৮