শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১১:৫২ অপরাহ্ন

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন জয়পুরহাটে প্রায় দেড় লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৮৮ Time View

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট : জয়পুরহাটে আগামী শনিবার- জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ১ লাখ ৩৬ হাজার ২২৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ৫৯ মাস বয়সী ১২ হাজার ৭৫ জন শিশুকে নীল রঙের এবং ১ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ২৪ হাজার ১৪০ জন শিশুকে লাল রঙের একটি ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।বৃহস্পতিবার (১৩ মার্চ)দুপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে- সিভিল সার্জন সম্মেলন কক্ষে আয়োজিত ‘সাংবাদিকদের জন্য অবহিতকরণ কর্মশালায় এ সব তথ্য জানানো হয়।

সিভিল সার্জন ডাঃ আল মামুন এর সভাপতিত্বে কর্মশালায় এসময় অন্যান্যের মধ্যে জেলা তর্থ অফিসার ইব্রাহীম হোসেন সুমন, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা চৈতি রায় ও জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক বক্তব্য রাখেন।কর্মশালায় জেলা সিভিল সার্জন জানান, শিশুদের ভিটামিন’এ’ অভাব জনিত রাতকানা রোগের প্রাদুর্ভাব এক শতাংশের নিচে কমিয়ে আনা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে প্রতি বছর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আয়োজন করা হয়।এ কর্মশালায় জয়পুরহাট জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।

কিউএনবি/অনিমা/১৩ মার্চ ২০২৫,/বিকাল ৪:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit