এম রায়হান চৌধুরী চকরিয়া প্রতিনিধি : “সংঘাত নয়, শান্তি ও স¤প্রীতির বাংলাদেশ গড়ি”- এই শ্লোগানকে নিয়ে কক্সবাজারের চকরিয়া পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রæয়ারি, মঙ্গলবার, চকরিয়া উপজেলা পরিষদ এর সুগন্ধা হলরুমে এই সংলাপ অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর পবিত্র কোরান থেকে তেলাওয়াত এবং পবিত্র গীতা হতে পাঠ করা হয়।
পিস ফ্যাসিলিটেটর গ্রæপ (পিএফজি) চকরিয়া এর কো-অর্ডিনেটর শাহ মোহাম্মদ জাহেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান।অন্যান্য অতিথিদের মধ্যে অফিসার ইন চার্জ(ওসি) এর প্রতিনিধ অপারেশন অফিসার (ওসি তদন্ত)ইয়াছিন আরাফাত,বীর মুুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাজী বশিরুল আলম,সুজন চকয়িা উপজেলা সভাপতি এডভোকেট লুৎফুল কবির, চকরিয়া আবাসিক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জুবাইদুল হক,চকরিয়া ইসলামী ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার আমির হোসেন,কেন্দ্রীয় হরি মন্দিরের পুরোহিত রাজীব চক্রবর্তী,কেন্দ্রীয় কালি মন্দিরের পুরোহিত শিবু চক্রবর্তী,চকরিয়া কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহার এর ভিক্ষু বোধী মিত্র, পিএফজি’র পিস এম্বাসেডর শাহানা বেগম,এম্বাসেডর শামসুল আলম,এম্বাসেডর মিজবাউল হক পৌর জামায়েত উপ-সম্পাদক মাওলানা জসিম উদ্দিন হেলালী, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি হাসিনা মমতাজ সহ আরো অেেনকেই ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়াপিএজি কো-অর্ডিনেটর ইস্পাতুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এড.লুৎফুল কবির এবং প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এরএমআইপিএস ফেনী ক্লাস্টার এর এরিয়া কো-অর্ডিনেটর রাসেল আহমেদ। উক্ত সংলাপে স¤প্রীতির অভিযাত্রা বিষয়ক প্রবন্ধ পাঠ করেন পিএফজির সদস্য অধ্যাপক সুজাতা চৌধুরী এবং ঘোষণাপত্র পাঠ করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রজেক্ট ফিল্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ মাইনুল ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলার ১৮ টি ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম এবং মন্দিরের পুরোহিতগণ, সাংবাদিক, তরুণ ও নাগরিক সমাজের প্রতিনিধিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল এদেশের প্রতিটি নাগরিকের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা। মানুষে মানুষে ভেদাভেদ ভুলে একটি শান্তি ও স¤প্রীতির বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছি আমরা। বিশ্বের বুকে একটি উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাবান রাষ্ট্র হিসেবে আমরা আমাদের প্রিয় স্বদেশকে গড়ে তুলতে চাই। গড়তে চাই একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ যেখানে প্রতিটি মানুষ থাকবে নিরাপদ, প্রত্যেকের ধর্ম, সংস্কৃতি বা বিশ্বাস অক্ষুণœ রেখে মর্যাদার সাথে শান্তিপূর্ণ জীবন যাপন নিশ্চিত হবে। আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠান থেকে সকল অংশগ্রহণকারী ও ধর্মীয় নেতৃবৃন্দ উগ্রবাদ-জঙ্গিবাদ মুক্ত সামাজিক সম্প্রীতির চকরিয়া গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে উপজেলার আন্তঃধর্মীয় সম্প্রীতি রক্ষার্থে সর্বসম্মতিক্রমে ১১ টি ঘোষণা সম্বলিত ঘোষণাপত্রে উপস্থিত অংশগ্রহণকারীগণ স্বাক্ষর করেন।
কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:৫০