বিনোদন ডেস্ক : ‘ডাইনি’ নামের এক সিরিজে দেখা যাবে মিমি চক্রবর্তীকে। গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) অভিনেত্রীর জন্মদিনে প্রকাশ্যে এলো ‘ডাইনি’ সিরিজের ফার্স্ট লুক।
হইচইয়ের তরফ থেকে সেই খবর সামনে আসতেই আরেক অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী তার আগ্রহ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী লিখেছেন, ‘লুকিং ফরওয়ার্ড’। অর্থাৎ এই সিরিজ দেখার জন্য মুখিয়ে আছেন তিনি।
শুভশ্রীর সেই পোস্টে মিমি পাল্টা উত্তর দিয়েছেন ভালোবাসার ইমোজি শেয়ার করে। পরিচালক নির্ঝর মিত্রের নির্মাণে হয়েছে এটি। দেখা যাবে অভিনেত্রী শ্রুতি দাসতেও। আগামী ১৪ মার্চ এ সিরিজটি ওটিটি প্লার্টফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৫,/বিকাল ৩:২৮