মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী : নরসিংদীর রায়পুরা উপজেলায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে শান্তা ইসলাম (২২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামে এই হামলার ঘটনা ঘটে বলে জানান রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ। নিহত শান্তা ইসলাম শ্রীনগর গ্রামের শাকিল খানের স্ত্রী।পুলিশ ও স্থানীয়রা জানান,গত ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল এর সাথে প্রতিপক্ষ একই এলাকার দলিল লেখক মো: সোহেল মিয়ার বিরোধ চলে আসছিল। পূর্ব এ বিরোধের জেরে দুপুরে সোহেলের সমর্থকরা চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল এর বাড়িতে অতর্কিতে হামলা চালায়।
এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হয় চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের স্ত্রী শান্তা ইসলাম। পরে স্বজনরা তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই সময় শ্রীনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়েও হামলা চালিয়ে ভাংচুর করা হয়।খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ।
কিউএনবি/অনিমা/৭ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:২২