স্পোর্টস ডেস্ক : আগামী মে থেকে সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্ট। এই টুর্নামেন্টে এসেক্সের হয়ে খেলতে দেখা যেতে পারে শরিফুল ইসলামকে। এই বাংলাদেশি পেসারকে দলে নিতে আলোচনা চালিয়ে যাচ্ছে দলটি। সবকিছু ঠিক থাকলে প্রথমবারের মতো এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলতে দেখা যেতে পারে শরিফুলকে। এমনই খবর প্রকাশ করেছে দেশের একটি সংবাদমাধ্যম।
চলতি বছর ২৯ মে শুরু হবে টি-টোয়েন্টি ব্লাস্ট। টুর্নামেন্টটির ফাইনাল মাঠে গড়াবে ১৩ সেপ্টেম্বর। তবে শরিফুল সেখানে খেলতে গেলে শুধুমাত্র মে-জুলাই সময়টুকুর জন্যই যেতে পারেন। এই বাংলাদেশির সেখানে খেলা নির্ভর করবে বিসিবির অনাপত্তি পত্র পাওয়ার ওপর। সে সময় জাতীয় দলের ব্যস্ততা থাকায় শরিফুল অনুমতি পাবেন কি-না দেখার বিষয়।
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলেই মে মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। সে সফরে সমান ৩টি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। এমন অবস্থায় শরিফুলকে বিসিবি এনওসি নাওও দিতে পারে। আর এখন পর্যন্ত এনওসির জন্য বিসিবির কাছে আবেদনও করেননি তিনি। চলতি বিপিএলে চিটাগাং কিংসের হয়ে খেলে ১০ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন শরিফুল।
কাউন্টি দলের হয়ে খেলার অভিজ্ঞতা খুব বেশি বাংলাদেশির নেই। এর আগে দুই দফায় ইংলিশ কাউন্টির হয়ে খেলেছেন সাকিব আল হাসান। প্রথম দফায় ২০১০ ও ২০১১ সালে তিনি ওরচেস্টারশায়ারের হয়ে খেলেন। প্রথম শ্রেণির পাশাপাশি টি-টোয়েন্টি ব্লাস্টেও খেলেছেন তিনি। ২০১৩ সালে লেস্টারশায়ারের হয়ে টি-টোয়েন্টি খেলেন তিনি। আর দ্বিতীয় দফায় গতবছর সারের হয়ে একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন সাকিব।
কাউন্টিতে খেলার অভিজ্ঞতা আছে তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমানেরও। ২০১১ সালে নটিংহ্যাম্পশায়ার এবং ২০১৭ সালে এসেক্সের হয়ে খেলেছিলেন এই সাবেক অধিনায়ক। অন্যদিকে ২০১৬ সালে সাসেক্সের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে খেলেছিলেন মোস্তাফিজ।
কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:৪৪