লুৎফুন্নাহার রুমা,ব্যুরো চিফ ময়মনসিংহ : রবিবার ২৬/০১/২০২৫ইং তারিখ ময়মনসিংহ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, মোঃ সাব্বির হোসেন এর নেতৃত্বে একটি রিডিং টীম গঠন করে ময়মনসিংহ সদরের থানাঘাট, সানকিপারা কেওয়াট খালী শম্ভুগঞ্জ বীজ এলাকায় মাদক বিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় ০২ জন আসামিকে গাঁজা সহ গ্রেফতার করা হয়।
অতঃপর (পরিদর্শক) মুহাম্মদ আমিনুল কবির প্রসিকিউশন দাখিল করেন এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, মোঃ সাব্বির হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় আসামীদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।